Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ২৯, ২০২৪

কুকি–জো সম্প্রদায়ের শরণার্থীদের মণিপুরে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করল অসম সরকার

আরম্ভ ওয়েব ডেস্ক
কুকি–জো সম্প্রদায়ের শরণার্থীদের মণিপুরে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করল অসম সরকার

২০২৩ সালের ৩ মে সংঘর্ষ শুরু হওয়ার পর মণিপুর থেকে কয়েক হাজার শরণার্থী আসামের কার্বি আংলং–এর সিংগাসন পাহাড়ে আশ্রয় নিয়েছিল। কুকি–জো সম্প্রদায়ের হাজারেরও বেশি শরণার্থীকে শীঘ্রই তাদের নিজ রাজ্যে ফিরে যাওয়ার ব্যবস্থা করবে অসম সরকার। এই ব্যাপারে উদ্যোগ গ্রহন করেছে আসামের কার্বি আলং স্বায়ত্তশাসিত কাউন্সিল। বিষয়টি সমাধানের জন্য বৃহস্পতিবার বিভিন্ন সংগঠনের কর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে।
জাপরাজানে ভূমি অধিকার বন্টন অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় কার্বি আলং স্বায়ত্তশাসিত কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ সদস্য তুলিরাম রোংহাং কাউন্সিলের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেন, ‘‌আমরা জোর করে তাদের উচ্ছেদ করতে যাচ্ছি না। কুকি সম্প্রদায়সহ সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে আলোচনার পর তাদের প্রত্যাবর্তন সহজতর করা হবে।’‌

রোংহাং আরও বলেছেন, কার্বি আংলং–এ ভূমি অধিকার শুধুমাত্র স্থায়ী বাসিন্দাদের বা যারা প্রতিষ্ঠার পর থেকে জেলায় বসবাস করছেন তাদেরই দেওয়া হবে। তিনি যোগ করেন, ‘‌জেলার বাইরে থেকে আসা ব্যক্তিরা, বিশেষ করে মণিপুর থেকে আসা ব্যক্তিরা আমাদের উদ্যোগের অধীনে ভূমি অধিকারের অধিকারী হবেন না। যেহেতু রাজ্যের ইতিমধ্যেই ১৯৬১ সালের একটি আইন রয়েছে, সেই প্যারামিটারের মধ্যে, রাজ্যের অন্তর্গত সমস্ত নাগরিককে ভূমির অধিকার দেওয়া হবে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!