- দে । শ প্রচ্ছদ রচনা
- মে ১৩, ২০২৩
কর্ণাটকের কুর্শি দখলে বিজেপিকে পিছনে ফেলে এগোচ্ছে কংগ্রেস

কংগ্রেস সম্ভবত কর্ণাটকের কুর্শি দখল করতে চলেছে।এটাই আড়াই ঘণ্টার ভোট গণনার ট্রেন্ড । কর্ণাটকের কৃষক, বেকার,পিছিয়ে পড়া অংশের মানুষ বিজেপিকে প্রতাখ্যান করেছে বলোই এই ফল। এই গতি অব্যাহত থাকলে কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করবে এবং ২০২৪ এর লোকসভা নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলবে দক্ষিণের বিভিন্ন রাজ্যে, খানিকটা গো বলয়েও।
কর্ণাটকের ভোটগ্রহণ পর্ব শেষ হতেই, প্রায় সব বুথ ফেরৎ সমীক্ষা কংগ্রেসকে এগিয়ে রেখেছিল। তবে ত্রিশঙ্কু বিধানসভার আভাসও দিয়েছিল কেউ কেউ।তবে গণনার আড়াই ঘণ্টার ট্রেন্ড বলছে কংগ্রেস বিজেপিকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে আছে। সম্ভবত তারাই সরকার গঠন করবে।বিপদ বুঝেও হাল ছাড়তে রাজি নয় বিজেপি। ঘোড়া বেচাকেনার খেলায় মেতে উঠবে যা তার অভ্যাস।
রাজধানীর কংগ্রেস সদর দফতরে সকাল থেকেই কংগ্রেস কর্মীরা উল্লসিত। বেঙ্গালুরুতে কংগ্রেসের সব প্রার্থীকে আসতে বলা হয়েছে। একাজে হেলিকপ্টার ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে দলের নেতৃত্ব। হর্স ট্রেডিং রুখতে কংগ্রেসের এটাই আগাম পদক্ষেপ। বিজেপি ইতিমধ্যেই জেডিএস এর সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছে।
গণনার ট্রেন্ড বলছে কংগ্রেস ১১৭ , বিজেপি ৭৬ , জেডিএস ২৫ এবং অন্যান্যরা ৬টি আসনে এগিয়ে রয়েছে।কর্ণাটকের ২২৪টি বিধানসভা আসনে ভোটগণনা হচ্ছে ৩৬ গণনা কেন্দ্রে। ২ হাজার ৬১৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ। কর্ণাটক বিধানসভায় ম্যাজিক ফিগার ১১৩।মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের পাশাপাশি আজ ভাগ্য নির্ধারণ হবে কংগ্রেসের সিদ্দারামাইয়া ও ডি কে শিবকুমারের, জেডিএস-এর এইচ ডি কুমারস্বামীর মতো হেভিওয়েটদের। গণনার শুরু থেকেই কংগ্রেসে-বিজেপি পরস্পরকে টক্কর দিচ্ছে। ট্রেন্ড বলছে কংগ্রেসই শেষ হাসি হাসবে। ত্রিশঙ্কু বিধানসভার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না ভোট বিশেষজ্ঞরা। পরিস্থিতি এরকম দাড়ালে জেডিএসের গুরুত্ব বাড়বে।সর্ব ভারতীয় কংগ্রেস নেতা জয়রাম রমেশ ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন জেডিএসের ওপর আমাদের নির্ভর করতে হবেনা, কংগ্রেস একাই নিরঙ্কুশ গরিষ্ঠতা অর্জন করে সরকার গড়বে। অতীতের অভিজ্ঞতা অবশ্য এরকম নয়, দেবেগউড়ার জেডিএসের ওপর নির্ভর করে তাদের সরকার গড়তে হয়েছে, সে সরকারও টেকেনি, ঘোড়া কেনার খেলায় মপখ থুবড়ে পরেছে ‘ক্ষমতাবান’ কংগ্রেস।
❤ Support Us