Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১৫, ২০২৩

কর্ণাটকের কুর্সিতে কে, শিব না সিদ্ধা ? নয়া দিল্লিতে বৈঠকের পরই সিদ্ধান্ত, নির্ণায়ক খাড়গেই

আরম্ভ ওয়েব ডেস্ক
কর্ণাটকের কুর্সিতে কে, শিব না সিদ্ধা ? নয়া দিল্লিতে বৈঠকের পরই সিদ্ধান্ত, নির্ণায়ক খাড়গেই

কর্ণাটকের মুখ্যমন্ত্রী  ডি কে শিবকুমার না সিদ্দারামাইয়া কে হবেন তা নিয়ে সিদ্ধান্ত নেবেন মল্লিকার্জুন খাড়গে। তাই বলা যায় কর্ণাটকের মুখ্যমন্ত্রীর  ক্ষেত্রে  বল এখন এআইসিসি সভাপতি মল্লিকার্জুন খাড়গের কোর্টে। শোনা যাচ্ছে সিদ্ধারামাইয়া ও ডিকে শিবকুমার দু’জন মুখ্যমন্ত্রী পদপ্রার্থীই আজ সোমবার রাজধানী দিল্লিতে পৌঁছে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং এআইসিসি প্রধানের সঙ্গে দেখা করবেন।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী কে হবেন সেই জোট কাটাতে আজ সোমবারই  দিল্লিতে বৈঠকে বসছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এই বৈঠকে  রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, সনিয়া গান্ধীর মতো কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব থাকবেন বলে খবর। কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে,এই  বৈঠকে থাকতে পারেন সম্ভাব্য সিদ্ধারামাইয়া এবং ডিকে শিবকুমার। যদিও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সিদ্দারামাইয়া বা ডিকে শিবকুমার দিল্লি যাওয়া নিয়ে কোনও সংকেত এই খবর লেখা পর্যন্ত দেননি।

তবে সংবাদ সংখ্যা সূত্রে জানা যাচ্ছে আগামী ১৮ মে  কর্ণাটকের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে দেশের সমস্ত সমমনস্ক  দলকে আমন্ত্রণ জানানো হবে। কেননা কে মুখ্যমন্ত্রী হবেন এই নিয়ে বেশি সময় নষ্ট হলে বিজেপি যে কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের কথা তুলে ১৩৫ আসনে কর্নাটকে কংগ্রেসের এই ঐতিহাসিক জয়কে লঘু করে প্রচার করবে তাতে কোনও সন্দেহ নেই।

আর এই সন্দেহ নিরসনে বেঙ্গালুরুতে কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠকের পর নৈশভোজে একসঙ্গে ডিকে শিবকুমার ও সিদ্দারামাইয়ার ছবি দিয়ে টুইট করে রণদীপ সিং সূর্যেওয়ালা লিখেছেন, “কংগ্রেস ঐক্যবদ্ধ। আমাদের লক্ষ্য কর্ণাটকের জনগণের জন্য সুশাসন নিশ্চিত করা, কেননা এই জনগণ আমাদের উপর আস্থা রেখেছে। কংগ্রেসের গ্যারান্টি পূরণ করাই আমাদের অগ্রাধিকার।”

বেঙ্গালুরুতে কংগ্রেস পরিষদীয় দলের সভায় এআইসিসি সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি ভেনুগোপাল এবং তিনজন কেন্দ্রীয় পর্যবেক্ষক উপস্থিত ছিলেন। কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকের পরে, কর্ণাটকের এআইসিসি ইনচার্জ রণদীপ সুরজেওয়ালা জানান, “আজ রাতে ডিনারের পরে বিধায়করা কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সাথে দেখা করবেন এবং নতুন সিএলপি নেতা নিয়োগের সিদ্ধান্ত নেওয়ার জন্য তাদের সিদ্ধান্ত দলের সভাপতিকে জানানো হবে।” কে সি ভেনুগোপাল গতকাল বলেছেন, “সকল বিধায়কের মতামত নেওয়ার এই প্রক্রিয়া আজ রাতেই শেষ হবে।”

বেঙ্গালুরুর শাংরি-লা হোটেলে যখন এই বৈঠক চলে তখন হোটেলের বাইরে প্রচুর কংগ্রেস সমর্থক জড়ো হয়েছিল।


  • Tags:
❤ Support Us
আশ্রয় গ | ল্প রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি। পর্ব ১২ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
হিরণবালা । পর্ব ১২ ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!