Advertisement
  • এই মুহূর্তে
  • জানুয়ারি ১৯, ২০২২

প্রধানমন্ত্রীই তো বলেছেন…’ মাস্ক না পরার আজব সাফাই কর্ণাটকের মন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রধানমন্ত্রীই তো বলেছেন…’ মাস্ক না পরার আজব সাফাই কর্ণাটকের মন্ত্রীর

মাস্ক ছাড়াই জনসমক্ষে দিব্যি ঘুরে বেড়াতে দেখা গেল কর্ণাটকের খাদ্য, নাগরিক সরবরাহ ও ভোক্তা বিষয়ক এবং বনমন্ত্রী উমেশ কাট্টিকে। কেন মাস্ক পরেননি, এর উত্তরে তিনি সংবাদমাধ্যমের সামনেও পরিষ্কার জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রীই তো বলেছেন কোনও নিষেধাজ্ঞা নেই। এটা সকলের নিজের দায়িত্ব মাস্ক পরবেন কি পরবেন না সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। এটা একেবারেই ব্যক্তিগত ব্যাপার। আমার মনে হয়েছে পরার দরকার নেই। তাই পরিনি। নো প্রবেলম।’

দেশে সংক্রমণের হার একটু কমলেও বিপদমুক্ত নয়। করোনার নয়া স্ট্রেন ওমিক্রনের সংক্রামক ক্ষমতা অত্যন্ত বেশি হওয়ায় আরও বেশি করে সচেতন থাকা দরকার। কিন্তু এই পরিস্থিতিতে বিজেপির মন্ত্রীর এমন মন্তব্যের সমালোচনা ঝড় বইছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!