- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- নভেম্বর ৮, ২০২৫
শতবর্ষের সরোজ স্মরণে কথাচলুক সাহিত্য পত্রিকা । বিকল্প ভারত চিন্তা নিয়ে বলবেন তপোধীর
বাংলা সাহিত্যের স্বতন্ত্র ঘরানার কথা সাহিত্যিক সরোজ বন্দোপাধ্যায়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে, স্মারক বক্তৃতা পেশ করবেন
ভারততাত্ত্বিক তপোধীর ভট্টাচার্য । রবিবার, ৯ নভেম্বর । বিকেল সাড়ে পাঁচটায়, নৈহাটির সমরেশ বসু প্রেক্ষাগৃহে । বিষয়, অধ্যাপক সুকুমারী ভট্টাচার্য: ভারত চিন্তার বিকল্প বয়ান । উদ্বোধনী ভাষণ দেবেন অধ্যাপক পবিত্র সরকার । সভামুখ্য বিশ্বজিৎ রায় । এ সভার আরেক আকর্ষণ, তপোধীর ভট্টাচার্য আর স্বপ্না ভট্টাচার্য সম্পাদিত, সুকুমারী স্মারক গ্রন্থের মলাট উন্মোচন ।
অধ্যাপক তপোধীর ভট্টাচার্যের পরিচিতি বহুমাত্রিক । কবি, প্রাবন্ধিক, সম্পাদক এবং ভিন্ন ধারার ভারতপথিক । ভারতীয় চিন্তাভাবনায় তাঁর বোধ আর বিবেকের উন্মেষ প্রগাঢ়, পশ্চিমি প্রাচ্যত্ত্বত্বের বিরুদ্ধ বিকল্প । এক্ষেত্রে তিনি রবীন্দ্রনাথ, দেবীপ্রসাদ, বলাবাহুল্য সুকুমারীর বিস্তৃত উত্তরসূরি। ম্যাক্স মুলারের ব্যাখা থেকে তাঁর অধ্যয়নের দূরত্বে ছড়িয়ে থাকে বিবেচিত, বিবর্তিত প্রতিবাদ । ব্যক্তি জীবনে, সামাজিক কর্মকান্ডে ও আসাম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব উপাচার্য, তপোধীর ভট্টাচার্য এক উজ্জ্বল ব্যতিক্রম এবং চলমান প্রতিবাদের, যুক্তিময় আবেগের সুচিহ্নত প্রতীক । বসবাস শিলচরে, বহিঃপ্রকাশ যেমন ঈশানের অন্দরে, তেমনি বিস্তারিত ভুবনে । যেমন বিদ্যায়তনে, তেমনি নির্বিশেষের প্রান্তিকে । সরোজসভায় তাঁর আশু বক্তব্যের দিকে তাকিয়ে আছে বঙ্গবিশ্ব । আর নৈহাটি, তপোধীরের যাপনসঙ্গী স্বপ্না ভট্টাচার্যের লেখকতার স্বরূপ কাঠির সন্ধান করতে অপেক্ষা করছে, সানন্দ আগ্রহে ।
বলা দরকার, শতবর্ষের সরোজ সভার আয়োজনে যে ভারসাম্য, যে সমূহ দায়িত্ব কাঁধে নিয়েছে ‘কথাচলুক সাহিত্য পত্রিকা’ তা আমাদের সামাজিকতার ক্ষয়িষ্ণু স্বভাবের সামনে একটি রচিত, সুরুচিরকর চ্যালেঞ্জ ।
❤ Support Us








