- দে । শ
- জুন ২৮, ২০২৪
গরমের হাত থেকে বাঁচতে, স্কুল ছাত্রীদের গ্লুকোজ বিতরণ কাটোয়ায়

দারুণ অগ্নিবাণে তৃষ্ণায় পুড়ছে হৃদয়। তৃষ্ণা নিবারণে উদ্যোগী কাটোয়া শহরের গঙ্গাপাড়ের কাটোয়া বালিকা বিদ্যালয়। দাবদাহ থেকে রেহাই দিতে আগেই শুরু হয়েছে মর্নিং স্কুল। এবার শুরু হল ছাত্রীদের গ্লুকোজ দেওয়া। গ্লুকোজ মেশানো ঠান্ডা-মিষ্টি জল পেয়ে বেজায় খুশি পঞ্চম থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা।
স্কুলের পড়ুয়া প্রীতা সেনগুপ্ত, অন্বেষা ঘোষরা গ্লাস ভর্তি গ্লুকন-ডি খেয়ে তৃপ্তির ঢেঁকুর তুলে বলছিল, ‘কয়েকদিন ধরে বিচ্ছিরি গরম যাচ্ছে। পাখার হাওয়া থাকলেও দরদর করে ঘামছি। পড়ায় মন বসছিল না। গ্লুকন-ডিটা খেয়ে বেশ ভাল লাগছে। শরীরটা জুড়োল। মনটাও ভাল হয়ে গেল।’
প্রধানশিক্ষিকা মাধুরী দাস মজুমদার জানালেন, ‘স্কুলের ছাত্রীদের ভালমন্দ দেখা আমাদের অগ্রাধিকার। তাই তাদের দিকটা সবসময় খেয়াল রাখি। এই তীব্র গরমে সত্যিসত্যিই লেখাপড়ার পরিবেশটা ব্যাহত হচ্ছিল। তাই সবাই মিলে আলোচনা করে ছাত্রীদের গ্লুকন-ডি বিলির সিদ্ধান্ত নিই। সিদ্ধান্তটা যে খুবই কার্যকর হয়েছে, তা আজ উপলব্ধি করলাম। শিক্ষিকারা সকলেই বলছিলেন, গ্লুকন-ডি খাওয়ার পর ছাত্রীদের বেশ ফুরফুরে লাগছিল।’ এমনিতেই এবারে তীব্র দাবদাহ থেকে পড়ুয়াদের রক্ষা করতে আগেই স্কুল কর্তৃপক্ষ নির্দিষ্ট সময় অন্তর ‘ওয়াটার বেল’ (জলপানের বিরতি) চালু করেছে। সেই প্রক্রিয়া আরও কার্যকর হল জলের সঙ্গে এনার্জি বর্ধক গ্লুকোজ যুক্ত হওয়ায়। স্কুলের গ্লুকন-ডি বিলির সিদ্ধান্তের প্রশংসায় পঞ্চমুখ অভিভাবকরাও।
❤ Support Us