Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ৮, ২০২৪

অনাথ, বৃদ্ধদের পাশে রোটারি ক্লাব

আরম্ভ ওয়েব ডেস্ক
অনাথ, বৃদ্ধদের পাশে রোটারি ক্লাব

উৎসবে একঝাঁক অনাথ-আতুর ও সংসার নির্বাসিত প্রবীণদের পাশে রোটারি ক্লাবের কাটোয়া শাখা। নাদনঘাটের দামোদরপাড়া সমাজকল্যাণ হোমের আবাসিকদের হাতে ক্লাবের পক্ষ থেকে নতুন পোশাক তুলে দেওয়া হল। উপস্থিত থেকে এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করলেন সংশ্লিষ্ট পূর্বস্থলী দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। ক্লাবের তরফে মনীষা সাঁই জানান, ‘আমরা বছরভর এমনই সামাজিক কর্মসূচি পালন করে থাকি। তবে উৎসবের মুখে ওইসব অনাথ, বৃদ্ধদের মুখে নতুন পোশাক পাওয়ার আনন্দ দেখে খুবই ভাল লাগল।’

কালনার পুলিশের উদ্যোগে ‘স্বয়ংসিদ্ধা’ কর্মসূচির মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ-সহ ছাত্রীদের আত্মরক্ষার পাঠদান করা হল। কালনা শহরের হিন্দু গার্লস স্কুলে আয়োজিত শিবিরে স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা যোগ দেয়। জানা গেল, ১৮ বছর বয়স হওয়ার আগে বিয়ে হলে মেয়েদের শারীরিক ও মানসিক ক্ষতির বিষয়ে ছাত্রীদের সচেতন করা হয়। এছাড়া বিভিন্ন অপরাধমূলক ঘটনার ক্ষেত্রে কন্যাশ্রী ক্লাব কী ধরনের পদক্ষেপ নেবে তাও বিস্তারিতভাবে জানানো হয়। পাশাপাশি মেয়েদের আত্মরক্ষার জন্য ক্যারাটে শেখা কতখানি প্রয়োজনীয় সে ব্যাপারে আলোকপাত হয় বলে জানান স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষিকা ফাল্গুনী মল্লিক।

 

 

কেউ দুর্গা, কেউ অসুর, কেউ বা সরস্বতী, কেউ গণেশ সেজে ‘ওগো আমার আগমনী’ শীর্ষক অনুষ্ঠানে মাতাল মঞ্চ। পূজাবকাশের আগের দিনে কাটোয়ার সুদপুর হাইস্কুলের ছাত্রছাত্রীদের মনোজ্ঞ অনুষ্ঠান পরিবেশন নজর কাড়ে শিক্ষক-শিক্ষিকা-অভিভাবকদের। প্রধানশিক্ষক দেবাশিস দে মনে করেন, ‘শুধু পাঠ্য সিলেবাসের মধ্যে আটকে থাকলে শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশ হয় না। তাই আমরা পঠনপাঠনের পাশাপাশি বছরভর নানান সাংস্কৃতিক কর্মসূচি, খেলাধুলা, সামাজিক কাজকর্মকেও সমান গুরুত্ব দিই।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!