Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ২, ২০২৪

অঝোর বৃষ্টিতে ডুবেছে রাস্তা, সেতু। ক্ষতি কৃষিকাজে

আরম্ভ ওয়েব ডেস্ক
অঝোর বৃষ্টিতে ডুবেছে রাস্তা, সেতু। ক্ষতি কৃষিকাজে

রাতভর বৃষ্টি। তাতেই বন্যা পরিস্থিতি কাটোয়া ও কালনা ২ মহকুমায়। ২ মহকুমার ১০টি ব্লকের বিভিন্ন সড়ক ও সিংহভাগ কৃষিজমি প্লাবিত। বেশ কিছু কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত। কৃষিজমি জলের তলায় চলে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। বৃহস্পতিবার রাতভরতো বটেই, শুক্রবারও সকাল থেকে বিকেল পর্যন্ত বৃষ্টিপাত চলছে। কাটোয়া-করুই বাসরাস্তার পঞ্চাননতলার কাছে ফড়ে নদীর উপর ১২০ ফুট দীর্ঘ সেতুটি ডুবে যাওয়ায় যান চলাচল বন্ধ। এলাকার বাসিন্দা মোরশেদ মণ্ডল, সাগর মাঝিরা বলেন, ‘বাস বন্ধ। ভ্যানে করে মোটরবাইক নিয়ে যেতে হচ্ছে।’ কেতুগ্রাম ও মঙ্গলকোটের বিভিন্ন এলাকা জলমগ্ন হওয়ায় জনজীবন ব্যাহত।

মন্তেশ্বরের পিপলন পঞ্চায়েতের খান্দরা গ্রামের বাসিন্দা সুজিত মন্ডল বলেন, ‘কষ্ট করে মেশিনে সেচ দিয়ে জমিতে চাষ করেছিলাম। রোপণের পর জমিতে সারও দিয়েছিলাম। কিন্তু বৃষ্টিতে সব ডুবে গেল।’ কাটোয়া, দাঁইহাট ও কালনা শহরের বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন। মহকুমা কৃষি দপ্তর সূত্রের খবর, আমন ধান প্লাবিত হলেও দু’একদিনের মধ্যে জল নেমে গেলে ধানের কোন ক্ষতি হবে না। পাটের পক্ষেও এই বৃষ্টি আশীর্বাদ। পাট কেটে কৃষকদের জাঁক দিতে আর অসুবিধা হবে না। তবে এই বৃষ্টি সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা। জল যন্ত্রণা দূর করার দাবিতে শুক্রবার দুপুরে এসটিকেকে রোধ অবরোধ করেন কালনার নান্দাই গ্রামের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, প্রায় ১০ বছর ধরে জলযন্ত্রণা সহ্য করতে হচ্ছে। জল নিকাশের ব্যবস্থা না থাকায় এই অবস্থা। ২ দিনের টানা বৃষ্টিতে গ্রামের বহু বাড়িতে জল জমে যায়। পানীয় জল মিলছে না। প্রায় সব বাড়িতে রান্না খাওয়া একরকম বন্ধ। বৃষ্টির তোড়ে কালনার নান্দাই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের কৃষকদের কাটা পাটের জাগ ভাগীরথীতে ভেসে যায়। নান্দাই গ্রাম পঞ্চায়েতের পারদুপসা, খরিনান, উত্তর রামেশ্বরপুর, নতুনগ্রাম, মির্জাবাটি, হাতিপোতা এবং ধাত্রীগ্রাম গ্রাম পঞ্চায়েতের মালতিপুর, গ্রামকালনার মত গ্রামগুলিতে ব্যাপক শীতকালীন পেঁয়াজ চাষ হয়। সেই জমিগুলিও প্লাবিত। স্থানীয় হাতিপোতা গ্রামের কৃষক ইদের শেখ জানান, ‘আমার ৭খানা কাটা পাটের জাগ ভেসে গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টা পর্যন্ত জেগে পাটের জাগ সামলানোর চেষ্টা করেও ব্যর্থ হয়ে গেলাম।’ জলে অবরুদ্ধ কাটোয়া ও কালনা শহর। ড্রেনের জল ছাপিয়ে বিভিন্ন রাস্তায় হাঁটুসমান জল। বাড়িতে জল ঢুকে যাওয়ায় রান্না খাওয়ার অসুবিধে। কেউ আবার এই জল পেরিয়েই কাজে যাচ্ছেন। তবে এই অবস্থায় দুর্গতদের পাশে দাঁড়িয়েছে পঞ্চায়েত ও প্রশাসন। ত্রাণ বিলি করছে। উদ্ধারের কাজ চালাচ্ছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!