- দে । শ
- জুন ৮, ২০২৪
কাটোয়ায় পুলিশের জালে হরিয়ানা গ্যাং

ফিল্মি কায়দায় ধাওয়া করে গরু চুরি চক্রের পাণ্ডাকে ধরল কাটোয়ার পুলিশ। ধৃতের নাম সওকত আলি। সে হরিয়ানার বাসিন্দা। সওকতের সঙ্গীদের অবশ্য ধরতে পারেনি পুলিশ। গরু চুরি করে যে পিকআপ ভ্যানে চড়ে পালাচ্ছিল সওকতরা সেটিকে আটক করেছে পুলিশ। সওকতের কাছ থেকে একটি গুলিভর্তি আগ্নেয়াস্ত্রও পেয়েছে পুলিশ। বাজেয়াপ্ত করেছে চুরি যাওয়া গরুটিকে।
সওকতকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন। জানা গেল, সওকতরা গরু চুরি করে পিকআপ ভ্যানে তুলে মালডাঙা-কাটোয়া রোড ধরে কাটোয়ার দিকে আসছিল। পুলিশ জানতে পেরে পিছু নেয়। কাটোয়া-বর্ধমান রোড ধরে যাতে পালাতে না পারে, সেজন্য রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বর্ধমান-কাটোয়া রেলপথের যাজিগ্রাম রেলগেট বন্ধ করে দেয়। রেলগেট বন্ধ দেখে সওকতদের পিকআপ ভ্যানটি রেললাইনের উপর দিয়েই এগোতে থাকে। তবে শেষরক্ষা হয়নি। কিছুদূর গিয়েই পিকঅ্যাপ ভ্যানের একটি চাকা ফেটে দাঁড়িয়ে পড়ে। ভ্যান, গরু ফেলে তখন সওকতরা মাঠে মাঠে ছুটতে থাকে। পুলিশও দমবার পাত্র নয়। পিছু পিছু ধাওয়া করে। পুলিশের সঙ্গে যোগ দেন এলাকার বাসিন্দারাও। শেষমেশ পুলিশ জালে তোলে সওকতকে। সওকত-সহ হরিয়ানার গরু চোরের দলটির মূল ঘাঁটি মুর্শিদাবাদের বেলডাঙা। সেখান থেকেই মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বীরভূম, হুগলী জেলায় অপারেশন চালায় গ্যাংটি। গরু চুরি করে বেলডাঙার হাটে বিক্রি করে। পুলিশ বেশ কিছুদিন ধরেই নজর রাখছিল।
❤ Support Us