- এই মুহূর্তে দে । শ
- মার্চ ১৫, ২০২৩
ফের ইডির তলব,শীর্ষ আদালতে কবিতা
সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ভারত রাষ্ট্র সমিতির নেত্রী তথা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতা। সুপ্রিম কোর্টের কাছে তাঁর নালিশ, দিল্লি সরকারের আবগারি দুর্নীতি সংক্রান্ত মামলায় ইডির গোয়েন্দারা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্যে অনাবশ্যকভাবে তলব করছেন।
সূত্রের খবর, দিল্লি সরকারের আবগারি দুর্নীতি সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্যে কবিতাকে ফের সমন পাঠিয়েছে ইডি। তার আগেই এদিন সুপ্রিম কোর্টের শরণাপন্ন হলেন কবিতা। প্রসঙ্গত, দিল্লি সরকারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রবীণ নেতা মণীশ সিসোদিয়াকে ইতিমধ্যে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ইডি। দিল্লি সরকারের আবগারি নীতি সংক্রান্ত বেনিয়মের মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিসোদিয়াকে। এই মামলায় অভিযুক্ত সিসোদিয়াকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে সিবিআই।
এদিন কবিতা সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানানোর পরে আগামীকাল তিনি ইডি-র গোয়েন্দাদের মুখোমুখি হবেন কিনা সেও এখন সময়ের অপেক্ষা। ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কে কবিতাকে এনিয়ে তৃতীয়বার সমন পাঠালো ইডি।
সম্প্রতি কে কবিতা এই অভিযোগ করেন, বিরোধী রাজনৈতিক দলগুলির নেতানেত্রীদের ওপর ‘নির্যাতন’ চালাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার। যে বিরোধী রাজনীতিকরা এ ধরনের নির্যাতনের শিকার তাঁদের মধ্যে অন্যতম একজন তিনিও। প্রসঙ্গত, সম্প্রতি যন্তরমন্তরে একদিনের জন্যে অনশনে বসেন কে কবিতা। তিনি দাবি তোলেন, কেন্দ্রকে অবিলম্বে মহিলা সংরক্ষণ বিল পাস করাতে হবে। গত ২৭ বছর ধরে মহিলা সংরক্ষণ বিলটি ঝুলিয়ে রাখা হয়েছে। কবিতা এও বলেন, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াইয়ে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলিকে এককাট্টা হতে হবে। এছাড়া তাঁর আরও অভিযোগ, গত বছরের জুন মাসেই বিজেপি সরকার ইডিকে তেলেঙ্গানায় পাঠিয়েছে। সেই থেকে কেন্দ্রের অঙ্গুলিহেলনে লাগাতার পিছনে লেগে রয়েছে ইডি।
❤ Support Us