Advertisement
  • এই মুহূর্তে
  • জানুয়ারি ২১, ২০২২

দিল্লিতে কার্ফু শিথিলের সুপারিশ । পজিটিভ ২১.৪৮ শতাংশ ।

আরম্ভ ওয়েব ডেস্ক
দিল্লিতে কার্ফু শিথিলের সুপারিশ । পজিটিভ ২১.৪৮ শতাংশ ।

রাজধানীতে সপ্তাহান্তের কার্ফু শিথীল করার প্রস্তাব নিয়েছে কেজরিয়াল সরকার। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল প্রস্তাবটি অনুমোদনের জন্য লেঃ গর্ভনর অনিল বৈজালের কাছে পাঠিয়েছেন । প্রস্তাবটিতে কেজরিয়াল বাজারের বিধিনিষেধ লঘু করার পাশাপাশি অফিসে পঞ্চাশ শতাংশ উপস্থিতির সুপারিশ করেছেন ।
গত চব্বিশ ঘন্টায় দিল্লিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১২,৩০৬ জন। পজিটিভের হার ২১.৪৮ শতাংশ ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!