Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ৩০, ২০২৪

রঞ্জিত শ্রীনিবাসন হত্যা মামলায় ১৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে কেরল আদালত

আরম্ভ ওয়েব ডেস্ক
রঞ্জিত শ্রীনিবাসন হত্যা মামলায় ১৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে কেরল আদালত

বিজেপি নেতা রঞ্জিত শ্রীনিবাসন হত্যা মামলায় নিষিদ্ধ ইসলামী সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (‌পিএফআই)‌ সঙ্গে যুক্ত ১৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে কেরল আদালত। মঙ্গলবারই এই ঐতিহাসিক রায় ঘোষণা করা হয়েছে। মাভেলিক্কারার অতিরিক্ত জেলা বিচারক ভিজি শ্রীদেবী এই মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেন।
২০২১ সালের ১৯ ডিসেম্বর কেরলের আলাপ্পুঝা জেলার বিজেপি ওবিসি মোর্চার রাজ্য সম্পাদক  রঞ্জিত শ্রীনিবাসনকে তাঁর মা, স্ত্রী এবং মেয়ের সামনে বাড়িতে আট সদস্যের গ্যাং কুপিয়ে হত্যা করেছিল। রঞ্জিত খুন হওয়ার আগেই এসডিপিআই রাজ্য সম্পাদক কেএস শানকে বাড়ি ফেরার পথে আততায়ীরা হত্যা করে। কেএস শানের হত্যার ১২ ঘন্টা পরে রঞ্জিতকে খুন করা হয়েছিল৷ এই জোড়া হত্যার ঘটনায় কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন দারুণ উদ্বিগ্ন হয়ে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছিলেন।
তদন্তে দেখা যায় এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে রয়েছে নিষিদ্ধ ইসলামপন্থী সংগঠন পিএফআই–য়ের ১৫ জন সদস্য। এদের মধ্যে ৮ জন সরাসরি হত্যার সঙ্গে যুক্ত ছিল। হত্যার জন্য জড়িত ৪ জনকেও দোষী সাব্যস্ত করেছে দালত। কারণ তারা সরাসরি অপরাধের সাথে জড়িতদের সঙ্গে অস্ত্র নিয়ে ঘটনাস্থলে হাজির ছিল। তাদের উদ্দেশ্য ছিল শ্রীনিবাসনকে পালাতে বাধা দেওয়া এবং চিৎকার শুনে কেউ যাতে বাড়িতে প্রবেশ করতে না পারে, তা দেখা। শ্রীনিবাসনকে হত্যার ষড়যন্ত্র করার জন্য আদালত আরও ৩ জনকে দোষী সাব্যস্ত করেছে। নির্মম হত্যাকাণ্ডের জন্য সরকারী পক্ষের আইনজীবী অভিযুক্তদের সর্বোচ্চ সাজার জন্য আপিল করেছিলেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!