- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ১২, ২০২৩
গুন্ডা লাগিয়ে শারীরিক নিগ্রহ, বিজয়নের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কেরলের রাজ্যপালের
কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তাঁকে শারীরিক ভাবে নিগ্রহের চেষ্টা করছেন। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান। সোমবার এসএফআই-র বিরুদ্ধে রাজ্যপালের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। তার পরেই ক্ষুব্ধ রাজ্যপাল অভিযোগ করেন, তিরুবনন্তপুরমের পথে দাপট দেখাচ্ছে গুণ্ডারা। উল্লেখ্য, তিরুবনন্তপুরমে রাজ্যপালকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ শুরু করে এসএফআইয়ের কর্মীরা। রাজ্যপালের এই অভিযোগের পর পাল্টা প্রশ্ন উঠছে, কোনও রাজনৈতিক সংগঠন রাজ্যপালকে কালো পতাকা দেখাতেই পারে। তার জন্য তাদের রাজ্যপাল কী গুন্ডা বলতে পারেন?
কেরলের রাজ্যপাল সোমবার দিল্লির বিমান ধরতে তিরুবনন্তপুরমের বিমানবন্দরে যাচ্ছিলেন। সেই সময়েই তাঁর গাড়ি ঘিরে ধরে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ শুরু করে এসএফআই সমর্থকরা। গাড়িতে ভাংচুর করারও অভিযোগ উঠেছে। রাজ্যপালের কনভয়তে সবমিলিয়ে তিনবার হামলা হয়েছে বলে জানা গেছে। শেষ পর্যন্ত একটি জায়গায় কনভয় থামিয়ে দিয়েও বিক্ষোভ চলে। তার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এসএফআই সমর্থকরা, এমনটাই অভিযোগ।
এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন কেরলের রাজ্যপাল। আরিফ মহম্মদ খানের অভিযোগ, “আমি সোজাসুজি বলছি, আমাকে শারীরিক নিগ্রহ করার জন্য লোক পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেই গুণ্ডারাই রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে। মুখ্যমন্ত্রী কোনও অনুষ্ঠানে গেলে কি তাঁর কনভয়ে গাড়ি নিয়ে ঢুকতে পারে প্রতিবাদীরা? কিন্তু এখানে তো প্রতিবাদীদের গাড়িতে তুলে দিয়ে পালাতে সাহায্য করছে পুলিশ। আমি গাড়ি থেকে নামতেই পালিয়ে গিয়েছে প্রতিবাদীরা। স্বয়ং মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকলে পুলিশ বেচারা কী করবে?”
বেশ কিছুদিন ধরেই বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে কেরলের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্যে সংঘাত তীব্র আকার নিয়েছে। সেই টানাপোড়েনের মধ্যেই এবার সরাসরি পিনারাই বিজয়নের বিরুদ্ধে “খুনের চেষ্টা”-র অভিযোগ করলেন আরিফ মহম্মদ খান। কেরল পুলিশ সূত্রে খবর, সাত জন এসএফআই সমর্থককে আটক করা হয়েছে। যদিও এই অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
পশ্চিমবঙ্গেও রাজ্য-রাজ্যপাল সংঘাত চলছে। রাজ্যপালকে শাসক দলের কর্মী-সমর্থকরা কালো পতাকা দেখান, তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বাংলা রাজ্যপাল এই জাতীয় অভিযোগ তুলতে পারেননি,যেটা কেরলের রাজ্যপালের বিরুদ্ধে সেই রাজ্যের রাজ্যপাল করলেন।
❤ Support Us