- দে । শ
- মে ৯, ২০২৪
ভোটকালে গেরুয়া চমক, অযোধ্যার আরিফ মহম্মদের রাম ভঞ্জনা

বিজেপি–র হিন্দুত্ববাদের প্রতি তিনি যে কতটা অনুগত, আরও একবার প্রমাণ করে দিলেন আরিফ মহম্মদ খান। অযোধ্যায় রাম মন্দিরে প্রার্থনা করলেন কেরালার রাজ্যপাল।
বুধবার বিকেলে অযোধ্যায় পৌঁছে যান কেরালার রাজ্যপাল আরিফ খান। রাম জন্মভূমিতে নির্মিত রাম মন্দিরে গিয়ে বিশেষ প্রার্থনা করেন । আরিফ খানের সেই প্রার্থনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আরিফ খান বলেন, ‘জানুয়ারিতে আমি দুবার অযোধ্যায় এসেছি। তার আগেও বহুবার অযোধ্যায় এসেছিলাম। আগের মতোই অনুভূতি রয়েছে। অযোধ্যায় এসে শ্রীরামের পুজো করাটা আমার কাছে শুধু আনন্দের বিষয় নয়, গর্বেরও। আমি শ্রীরামের উপাসনা করছি।’
কেরালা রাজ্যপালের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে শেয়ার করা একটা ভিডিওতে আরিফ খানকে ‘জয় শ্রীরাম’ স্লোগানের মধ্যে দিয়ে মন্দিরের ভেতরে রামের মূর্তির সামনে প্রণাম ও প্রার্থনা করতে দেখা যায়। সেই সময় হাজির ছিলেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই এবং ট্রাস্টের সদস্য ডাঃ অনিল মিশ্র। এবছর ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম লালার মূর্তির ‘প্রাণ প্রতিষ্ঠা’ করার পর মন্দিরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল।
গত বছর জানুয়ারিতে তিরুবনন্তপুরমে কেরালা হিন্দুস অফ নর্থ আমেরিকা দ্বারা আয়োজিত এক অনুষ্ঠানে আরিফ খান বলেছিলেন, ‘আর্য সমাজের সদস্যদের বিরুদ্ধে আমার গুরুতর অভিযোগ হল আপনি আমাকে হিন্দু বলছেন না কেন? আমি হিন্দুকে ধর্মীয় শব্দ হিসাবে বিবেচনা করি না, এটা একটা ভৌগলিক শব্দ।’
❤ Support Us