Advertisement
  • স | হ | জ | পা | ঠ
  • মার্চ ৬, ২০২৪

কেরালায় স্কুল শিক্ষায় বিপ্লব, দেশে প্রথম কৃত্তিম বুদ্ধিমত্তার শিক্ষক

আরম্ভ ওয়েব ডেস্ক
কেরালায় স্কুল শিক্ষায় বিপ্লব, দেশে প্রথম কৃত্তিম বুদ্ধিমত্তার শিক্ষক

শিক্ষায় এক নতুন যুগের সূচনা হল কেরালায়। ভারতের এই রাজ্যের স্কুল প্রথম চালু করেছে দেশের প্রথম কৃত্তিম বুদ্ধিমত্তার শিক্ষক। ভারতে এটাই প্রথম জেনারেটিভ এআই শিক্ষক। একটা Intel প্রসেসর দিয়ে সজ্জিত ‌এই ‘‌আইরিস’‌ শিক্ষায় বিপ্লব আনতে তৈরি।
বরাবরই শিক্ষার ক্ষেত্রে নতুন নতুন ধারণা তৈরির জন্য পরিচিত কেরালা। প্রথম জেনারেটিভ এআই শিক্ষক ‘‌আইরিস’‌ তৈরি করে আরও একটা উদ্ভাবনী পদক্ষেপ নিয়েছে। মেকারল্যাবস এডুটেক প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় এই জেনারেটিভ এআই শিক্ষক শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে চিহ্নিত।
তিরুবনন্তপুরমের কেটিসিটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এই এআই শিক্ষক উন্মোচন করা হয়েছে। ‘‌আইরিস’‌ হল একটা হিউম্যানয়েড যা শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা বাড়ানোর জন্য তৈরি করা হয়েছে। মেকারল্যাবস এডুটেক প্রাইভেট লিমিটেড ইনস্টাগ্রামে ‘‌আইরিস’‌–এর একটা ভিডিও শেয়ার করেছে, যা শিক্ষাকে রূপান্তরিত করার সম্ভাবনা তুলে ধরেছে। শিরোনামে সংস্থাটি লিখেছে, ‘‌আইরিসের তৈরি করার মাধ্যমে আমরা সত্যিকারের ব্যক্তিগতভাবে শেখার অভিজ্ঞতা অর্জনের জন্য এআই–এর শক্তিকে কাজে লাগিয়ে শিক্ষায় বিপ্লব ঘটানোর প্রয়াস করেছি।’‌
‘‌আইরিস’‌–এর তিনটি ভাষায় কথা বলার এবং জটিল প্রশ্নের উত্তর দেওয়ার দক্ষতা রয়েছে। এর নানবিধ দক্ষতা এবং গতিশীলতা শ্রেণীকক্ষে ‘‌আইরিস’‌–কে অমূল্য সম্পদ করে তুলেছে। শিক্ষাগত পরিবেশের জন্য তৈরি ‘‌আইরিস’–কে ‌মেকারল্যাবস একটা রোবট হিসেবেই মনে করে, যা রোবোটিক্স এবং জেনারেটিভ এআই প্রযুক্তি দ্বারা পরিচালিত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!