- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ৩, ২০২৩
কেরলে রেল লাইনের ওপর তিন মৃত দেহ উদ্ধার। সহযাত্রীর গায়ে আগুন দেখে ভয় পেয়ে ট্রেন থেকে ঝাঁপ, অনুমান পুলিশের

রেল লাইনের ওপর থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করল কেরল পুলিশ। তাঁদের পক্ষ থেকে বলা হয়েছে, মৃতদের মধ্যে একটি শিশু আর মধ্যবয়সী একজন মহিলা রয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, তাঁরা নিকট আত্মীয় । আর একটি পুরুষের মৃতদেহ রয়েছে যাঁকে এখনও শনাক্ত করা যায়নি।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যাচ্ছে, রবিবার রাত ৯টা ৪৫ নাগাদ আলাপুজ্জা থেকে কান্নুরগামী ট্রেনে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি সহযাত্রীর গায়ে দাহ্য পদার্থ ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেয়। সে সময় ট্রেন কোরাপুজা রেলওয়ে সেতু অতিক্রম করছিল। জ্বলন্ত অবস্থায় ইতস্তত সে ঘোরা ফেরা করতে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে অপরাধী অবশ্য তখনই সেখান থেকে পালিয়ে যায়। অন্যান্য যাত্রীরা বিপদ বুঝে সঙ্গে সঙ্গে ট্রেনের কামরার চেন টেনে ট্রেন থামান। অগ্নি সংযোগের অকস্মাৎ এ ঘটনায় আটজন মারাত্মক ভাবে জখম হন। অনেকের শরীর বেশ কিছুটা পুড়ে যায় । পরে তাঁদের স্থানীয় হাসপাতালে ও কোঝিকোড় মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় । তারপর কামরায় থাকা বেশ কয়েকজনের হারিয়ে যাওয়ার খবর পেয়ে রেল পুলিশ তল্লাশি অভিযান চালাতে শুরু করে। অনেক ক্ষণ অনুসন্ধানের পর তিন জনের মৃত দেহ তারা এলাথুর স্টেশনের কাছে থেকে উদ্ধার করে। পুলিশের অনুমান, আগুন লাগার ঘটনায় ভয় পেয়ে তিন জন ট্রেন থেকে ঝাঁপ দিয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁরা সিসিটিভি ফুটেজ পেয়েছেন। তাঁরা তা খতিয়ে দেখে অজ্ঞাত পরিচয় ব্যক্তিটিকে শনাক্ত করেছেন। তাঁর সন্ধানে জোর কদমে তল্লাশি শুরু হয়েছে। শীঘ্রই সে ধরা পড়বে।
❤ Support Us