Advertisement
  • দে । শ
  • অক্টোবর ২০, ২০২৩

শতবর্ষে ভি. এস. অচ্যুতানন্দন

আরম্ভ ওয়েব ডেস্ক
শতবর্ষে ভি. এস. অচ্যুতানন্দন

ভি. এস. অচ্যুতানন্দন, দেশের এই কমিউনিস্ট নেতা আজ, ২০ অক্টোবর, ২০২৩ তারিখে ১০০ বছরে পা রাখলেন। তিনি ভি এস নামেই জাতীয় রাজনীতিতে পরিচিত। ভারতের ফিদেল কাস্ত্রো নামেও তিনি পরিচিত।

১৯২৩ সালের ২০ অক্টোবর ভেলিক্কাকাথু শঙ্করণ অচ্যুতানন্দনের জন্ম। যিনি পরবর্তী সময়ে ‘ভিএস’ নামেই পরিচিত হন। মাত্র ১১ বছর বয়সে বাবার মৃত্যুর পর তিনি পড়াশুনো ছেড়ে দিতে বাধ্য হন। মাকে হারান ৪ বছর বয়সে। ১৯৪০ সালে তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই)-এর সদস্য হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় প্রায় সাড়ে পাঁচ বছর তিনি কারাগারে ছিলেন। প্রায় সাড়ে চার বছর রাজনৈতিক কারণে এই বামপন্থী সংগঠককে আত্মগোপন করে থাকতে হয়।

১৯৫৭ সালে তিনি সিপিআই কেরালা রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য হন। ১৯৬৪ সালে সিপিআই ভেঙে যাবার সময় তিনি সিপিআই(এম)-এ যোগ দেন। যে ৩২ জন সিপিআই জাতীয় পরিষদ সদস্য বেরিয়ে এসে ওই সময় সিপিআই(এম) গঠন করেছিলেন তাঁদের মধ্যে ভিএস অচ্যুতানন্দন  একজন।

১৯৮০ থেকে ১৯৯২ পর্যন্ত তিনি সিপিআইএম কেরালা রাজ্য কমিটির সম্পাদক ছিলেন । ২৯ ডিসেম্বর ১৯৮৫ সালে তিনি সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য হন। ১২ জুন ২০০৯ সালে তাঁকে শৃঙ্খলাভঙ্গের অপরাধে পলিট ব্যুরো থেকে অপসারণ করা হয়।

কেরালা বিধানসভায় ১৯৬৭, ১৯৭০, ১৯৯১, ২০০১, ২০১১ এবং ২০১৬ সালে তিনি নির্বাচিত হন। কেরালা বিধানসভায় ৯২ থেকে ৯৬, ২০০১ থেকে ২০০৬ এবং ২০১১ থেকে ২০১৬ – তিনবার তিনি বিরোধী দলনেতার দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ সালের বিধানসভা নির্বাচনে অচ্যুতানন্দন ১৯৬৫ ভোটে পরাজিত হন। ফলে সেবার তাঁর নাম সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে থাকলেও তাঁর বদলে মুখ্যমন্ত্রী হন ই কে নায়নার। পরবর্তী সময়ে ২০০৬ সালে তিনি কেরালার মুখ্যমন্ত্রী হন। তিনিই ছিলেন কেরালার প্রবীণতম মুখ্যমন্ত্রী।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!