- দে । শ
- সেপ্টেম্বর ২৮, ২০২৩
“নিজ্জারের হত্যা, বিশ্ব সন্ত্রাসবাদ কাপ হবে ভারতে”, আইসিসি একদিনের বিশ্বকাপের আগে ভাইরাল খালিস্তানি জঙ্গি পন্নুন-এর অডিয়ো হুঁশিয়ারি

আগামী ৫ অক্টোবরেই ভারতে শুরু হতে চলেছে আইসিসি একদিনের ক্রিকেট বিশ্বকাপ। আর তার আগেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘শিখস ফর জাস্টিস’-এর প্রধান গুরপতবন্ত সিং পন্নুন বিস্ফোরক হুঁশিয়ারি। বিশেষ করে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা প্রথম ম্যাচ নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন পন্নুন। তাঁর সেই অডিয়ো ক্লিপ এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আগামী ৫ অক্টোবর আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে আইসিসি একদিনের ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচ। ম্যাচটি হবে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের মধ্যে। এই আবহে গুরপতবন্ত পন্নুন হুঁশিয়ারি, ওইদিন বিশ্ব সন্ত্রাসবাদ কাপ শুরু হতে চলেছে। ভাইরাল অডিয়ো ক্লিপে খালিস্তানি জঙ্গিকে বলতে শোনা গিয়েছে, “শহিদ নিজ্জারের হত্যার বদলা নেব আমরা। তোমাদের বুলেটের বদলে আমাদের ব্যালট চলবে। আমরা হিংসার জবাব ভোটের মাধ্যমে দেব। মনে রাখবেন, ৫ অক্টোবর ক্রিকেট বিশ্বকাপ শুরু হবে না। বিশ্ব সন্ত্রাসবাদ কাপের সূচনা হবে সেদিন।”
ভারতে ও ভারতের বাইরে বিশেষ করে কানাডায় বিগত বেশ কয়েক মাস ধরেই খালিস্তানপন্থীদের গতিবিধি বেড়েছে। কয়েক মাস আগে পঞ্জাব পুলিশের হাতে ধরা পড়ে অমৃতপাল সিং। এরপর ভারতের অভ্যন্তরে খালিস্তানি গতিবিধি অনেকটা কমেছে। তবে বিদেশে, বিশেষ করে কানাডায় সেই গতিবিধি বেড়েছে বেশ কিছুদিন ধরে। এই আবহে আসন্ন ক্রিকেট বিশ্বকাপ নিয়ে উড়ে এল খালিস্তানি জঙ্গির হুঁশিয়ারি।
উল্লেখ্য, গত জুন মাসে গুরুদ্বারের ভেতরেই গুলি করে হত্যা করা হয় খালিস্তানীপন্থী জঙ্গি হরদীপ সিং নিজ্জরকে। হরদীপকে ২০ বারেরও বেশি গুলি করা হয়েছিল বলে খবর। রিপোর্ট অনুযায়ী, কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের পঞ্জাবি অধ্যুষিত সারে অঞ্চলে থাকত হরদীপ। বিগত কয়েক বছরে কানাডার ভ্যাঙ্কুভারে ভারতীয় হাইকমিশনের সামনে খালিস্তানি বিক্ষোভের নেপথ্যে ছিল এই হরদীপ।
কানাডায় মৃত হরদীপের বিরুদ্ধে এনআইএ-র চারটি মামলা ছিল। এক হিন্দু পুরোহিতকে হত্যা করার ষড়যন্ত্র সহ খলিস্তানি যোগের অভিযোগ তার বিরুদ্ধে। গতবছর জুলাইতেই হরদীপের মাথার দাম ১০ লক্ষ টাকা ধার্য করেছিল এনআইএ। জানা যায়, হরদীপ খলিস্তান টাইগার ফোর্সের প্রধান ছিল। গুরপতবন্ত সিং পান্নুনের “শিখস ফর জাস্টিস” সংগঠনের মতাদর্শ প্রচারের দায়িত্ব ছিল হরদীপের টাইগার ফোর্সের ওপর।
উল্লেখ্য, ভারতে ইতিমধ্যেই নিষিদ্ধ গুরপতবন্তের “সিখস ফর জাস্টিস”। সেই সংগঠনেরই প্রতিনিধি হিসেবে কানাডায় নিযুক্ত ছিল হরদীপ। কানাডার শিখদের মধ্যে খলিস্তান ভাগের প্রস্তাবনা পাশ করানোর দায়িত্ব ছিল হরদীপের কাঁধে। এদিকে যে গুরুদ্বারে হরদীপকে খুন করা হয়েছিল, সেই গুরুদ্বারেই সম্প্রতি পাশ করানো হয় খালিস্তানপন্থী প্রস্তাবনা। সেই প্রস্তাবনা পাশ করানোর সময় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ছিলেন ভারতেই।
জানা গিয়েছে, সারে-তে অবস্থিত গুরু নানক শিখ টেম্পল একপ্রকার দখল করে নিয়েছিল হরদীপ। সে গুরুদ্বারের সভাপতি ছিল। গত দুই বছর ধরে এই দায়িত্ব পালন করে আসছিল হরদীপ । কানাডার ভ্যাঙ্কুভারে ভারতীয় হাইকমিশনের সামনে খলিস্তানি বিক্ষোভের আয়োজন করত এই হরদীপ। এদিকে কানাডা ভিত্তিক খলিস্তানি নেতা মনিন্দর বয়েলেরও ঘনিষ্ঠ ছিল হরদীপ। এই মনিন্দর আবার শ্রী দমশমেশ দরবারের সভাপতি ছিল। মনিন্দর এবং হরদীপের গুরুদ্বারের বিরুদ্ধে বিচ্ছিনতাবাদী খালিস্তানি মতবাদ প্রচারের অভিযোগ রয়েছে। যদিও তা নিয়ে কানাডা সরকার কোনও পদক্ষেপই করেনি। উলটে নিজ্জরের মৃত্যুতে ভারত যোগের অভিযোগ তুলছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
❤ Support Us