Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ২৯, ২০২৪

ডিব্রুগড়ের জেল থেকেই লোকসভা নির্বাচনে লড়ছেন খালিস্থানপন্থী অমৃতপাল সিং

আরম্ভ ওয়েব ডেস্ক
ডিব্রুগড়ের জেল থেকেই লোকসভা নির্বাচনে লড়ছেন খালিস্থানপন্থী অমৃতপাল সিং

চলতি লোকসভা নির্বাচনে পাঞ্জাবের সবচেয়ে নজরকাড়া আসন হল খাদুর সাহেব। কোনও হেভিওয়েট প্রার্থী নন, এই আসনে সকলের নজর অমৃতপাল সিংয়ের দিকে। খাদুর সাহেব লোকসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন খালিস্থানপন্থী এই নেতা। আপাতত যিনি আসামের ডিব্রুগড় জেলে বন্দী রয়েছেন।

পাঞ্জাবের খাদুর সাহেব লোকসভা কেন্দ্রে অন্তর্গত রয়েছে মালওয়া, দোয়াবা, মাঝা এলাকা। ২০০৮ সালে এই লোকসভা কেন্দ্রটি তৈরি হয়েছিল। এই কেন্দ্রে রাজ্যের সর্বাধিক সংখ্যক শিখ ভোটার রয়েছে। খালিস্থান পন্থীদের চূড়ান্ত দাপট। এই লোকসভা কেন্দ্রকে ঐতিহ্যগতভাবে একটা “পান্থিক” আসন হিসেবে মনে করা হয়। পান্থিক হল শিখ ধর্ম সম্পর্কিত বিষয়গুলির সঙ্গে সম্পর্কিত।

খালিস্থানপন্থী প্রচার করতে গিয়ে চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন অমৃতপাল সিং। তাঁর এক সহযোগীতে গ্রেফতার করেছিল পুলিশ। সহযোগীর মুক্তির দাবিতে এরপর অমৃতপাল ও তাঁর সহযোগীরা অস্ত্র নিয়ে অমৃতসরের আজনালা থানা আক্রমণ করে। অমৃতপাল সিং ও তাঁর ৯ জন সহযোগীর বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো, খুনের চেষ্টা, পুলিশের উপর হামলা, সরকারি কর্মচারীদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টির মত একাধিক ফৌজদারী মামলা দায়ের করা হয়। একমাস অভিযান চালিয়ে অবশেষে অমৃতপাল সিংকে গ্রেফতার করে পুলিশ। আপাতত তিনি জাতীয় নিরাপত্তা আইনের অধীনে আসামের ডিব্রুগড় জেলে বন্দী রয়েছেন। জেল থেকেই তিনি নির্দল প্রার্থী হিসেবে লোকসভায় লড়াই করছেন।

জেলে বন্দী থাকার জন্য ব্যক্তিগতভাবে প্রচার করতে পারছেন না অমৃতপাল সিং। প্রচারের দায়িত্ব তুলে নিয়েছেন তাঁর বাবা-মা ও অনুগামীরা। পাশে দাঁড়িয়েছেন শিরোমনি আকালি দল অমৃতসরের পাকিস্তানপন্থী নেতা সিমরনজিত সিং মান। অমৃতপাল সিংয়ের বাবা ও মা, তারসেম সিং ও বলবিন্দার কাউর বেশ কয়েকটি গুরুদ্বারে সভা করেন। অমৃতপালের সমর্থনে গুরুদুয়ারাগুলিও পাশে দাঁড়িয়েছে।

খাদুর সাহেব লোকসভা কেন্দ্রে অমৃতসরের বিরুদ্ধে লড়াই মূলত রাজ্যের ক্ষমতাসীন আম আদমি পার্টির পরিবহন মন্ত্রী লালজিৎ সিং ভুল্লারের। লড়াইয়ে অবশ্য তিনিই এগিয়ে রয়েছেন। কারণ খাদুর সাহেব এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা আম আদমি পার্টির দখলে। এছাড়াও লড়াইয়ে রয়েছেন শিরোমনি আকালি দলের বিরসা সিং ভালতোহার। শীর্ষস্থানীয় এই আকালি নেতা দুবারের বিধায়ক। যিনি প্রচারে শিখদের বিরুদ্ধে “পন্থী” সমস্যা এবং সরকারের পক্ষপাতিত্ব তুলে ধরেছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!