Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ১৯, ২০২৩

বন্দুকবাজের গুলিতে কানাডায় নিহত নিজ্জর।পরপর খালিস্তানপন্থী তিন নেতার হত্যার নেপথ্যে কারা ? উঠছে প্রশ্ন

আরম্ভ ওয়েব ডেস্ক
বন্দুকবাজের গুলিতে কানাডায়  নিহত নিজ্জর।পরপর খালিস্তানপন্থী তিন নেতার হত্যার নেপথ্যে কারা ? উঠছে প্রশ্ন

বিদেশের মাটিতে নিহত হলেন আরো এক খালিস্তানপন্থী নেতা। নাম হরদীপ সিং নিজ্জর। দীর্ঘদিন ব্রিটিশ কলম্বিয়ার বাসিন্দা। দেশের সারে অঞ্চলের গুরুদ্বারার সভাপতি পদে দায়িত্বে আসীন ছিলেন। সোমবার সেখানকার পার্কিং লটে দুই অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের অতর্কিত গুলি চালনায় মারা যান তিনি। নিষিদ্ধ সংগঠন শিখস ফর জাস্টিস (এসএফজে)-এর সক্রিয় সদস্য রূপে কাজ করতেন। বাম্পটনে খালিস্তাননের জন্য গণভোট আয়োজনে তাঁর অন্যতম প্রধান ভূমিকা ছিল। ভারতে সরকার তাঁকে গত বছরই মোস্ট ওয়াণ্টেড টেরোরিস্ট-এর তালিকাভুক্ত বলে ঘোষণা করে।

কানাডাবাসী হলেও,  হরদীপের  জন্ম ও বেড়ে ওঠা জলন্ধরের এক গ্রামে। ‘শিখস ফর জাস্টিস’  ছাড়াও হরদীপ সিং নিজ্জর, খালিস্তান টাইগার ফোর্সে’র কানাডার প্রধানও ছিল। এই দুই খালিস্তানি সংগঠনকে  ভারত সরকার  নিষিদ্ধ ঘোষণা করেছে। জাতীয় তদন্তকারী  সংস্থা বা এনআইএ-র সূত্রে জানা গেছে, ভারতে সন্ত্রাসবাদকে ছড়িয়ে দিতে খালিস্তানপন্থী সন্ত্রাসবাদী দল তৈরি করছিল নিজ্জর।  তার জন্য  সদস্য সংগ্রহ থেকে শুরু করে  প্রশিক্ষণ, অর্থের জোগান – সমস্ত কিছুতে তার সক্রিয় ভূমিকা ছিল।  সামাজিক মাধ্যম ব্যবহার করে উস্কানিমূলক এবং বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়ে দিতেন তিনি।  তাঁকে ধরিয়ে দেওয়ার জন্য ১০ লক্ষ টাকার নগদ পুরস্কার ঘোষণা করা হয়েছিল।ভারত সরকার ৪০ মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদীর তালিকা ঘোষণা করে। সেখানেও তার নাম অন্তর্ভুক্ত করা হয়।

২০২১ সালের ৩১ জানুয়ারি জলন্ধরে কমলদীপ শর্মা নামে এক পুরোহিতকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে নিজ্জর-সহ চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল বা এনআইএ। এই মামলার চার্জশিটে অন্য যে তিনজনের নাম ছিল, তারা হল – কমলজিৎ শর্মা, রাম সিং এবং হরদীপ সিং নিজ্জরের ঘনিষ্ঠ সহযোগী অর্শদীপ সিং ওরফে প্রভ। নিজ্জর এবং প্রভের নির্দেশেই কমলজিৎ শর্মা এ রাম সিং  হামলা চালিয়েছিল বলে জানিয়েছিল এনআইএ। তদন্তকারীরা জানিয়েছেন, পঞ্জাবের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ব্যাহত করার জন্যই কানাডায় বসে ওই পুরোহিতকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল অর্শদীপ এবং নিজ্জর।নিজ্জরের মৃত্যু খালিস্তানিদের অনেকটাই কোণঠাসা করবে বলে মনে করছেন তদন্তকারীরা।  হত্যার নেপথ্যে কারা তা নিয়ে এখনও সংশয় রয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!