- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ২৭, ২০২৪
“….ন্যায় যাত্রা”-য় রাহুলের নিরাপত্তা চেয়ে উদ্বিগ্ন খাড়গের চিঠি মমতাকে
ইন্ডিয়া জোটের শরিক রাহুল গান্ধি একই জোটের অন্য শরিক মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে রবিবার “ভারত জোড়ো ন্যায় যাত্রা” নিয়ে আসছেন। প্রত্যাশা মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাহুল গান্ধির এই ভারত জোড়ো ন্যায় যাত্রায় থাকার কথা। বাস্তবে তা হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি জানিয়ে দিয়েছেন, “বাংলায় কংগ্রেসের সঙ্গে তাঁর, তাঁর দলের সম্পর্ক নেই।” এই পরুস্থিতিতে উত্তরবঙ্গে রাহুলের ন্যায় যাত্রার ফেস্টুন, ব্যানার ছেড়া হয়েছে, কংগ্রেসের অভিযোগ তৃণমূলের দিকে। ঠিক এই পরিস্থিতিতে বাংলায় রাহুলেন ভারত জোড়ো ন্যায় যাত্রা যাতে নিরাপদে হতে পারে তার জন্য রাহুল গান্ধির নিরাপত্তা চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি লিখেছেন এআইসিসি সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
এখন আর বাংলায় ইন্ডিয়া জোট সেই ভাবে বাস্তব নয়। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, আসন্ন লোকসভা নির্বাচনে বাংলার ৪২টি কেন্দ্রেই প্রার্থী দেবে, একা লড়বে তৃণমূল। তবে তিনি বলেছেন ইন্ডিয়া জোট কারও একার নয়। তাই ৩০০-র বেশি আসনে কংগ্রেস প্রার্থী দিলে “বুঝে” নেওয়া হবে। বাকি সব লোকসভা নির্বাচনের পরে ঠিক হবে। মমতার এই ঘোষণার পর পরিস্থিতি যা হয়েছে তাতে বাংলায় কংগ্রেস হয় একাই লড়াই করবে নাহয় বামেদের হাত ধরে জোট গড়বে। কিন্তু এই জোটে কংগ্রেস আইএসএফকে নিতে চাইবে কি না সেটা বড় প্রশ্ন। এর মধ্যে যে বিষয়টি নিয়ে কোনও দ্বিধা নেই, তা হল ২০২৪-এর লোকসভা নির্বাচনে বাংলায় কংগ্রেস ও তৃণমূলের মধ্যে কোনও জোট বা আসন সমঝোতা হচ্ছে না।
এই অবস্থায় রাহুল গান্ধির “ভারত জোড়ো ন্যায় যাত্রা” হতে চলেছে বাংলায়। আর সেই যাত্রায় রাহুলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সেই উদ্বেগের জায়গা থেকেই দাঁড়িয়ে তিনি চিঠি দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁকে খাড়গে অনুরোধ করেছেন যে রাহুলের যাত্রায় যেন পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা থাকে।
বাংলার মুখ্যমন্ত্রীকে চিঠিতে খাড়গে লিখেছেন, মমতার সঙ্গে গান্ধি পরিবারের সম্পর্ক যে খুব ভালো তা তিনি জানেন। সেই পরিবারের সদস্য রাহুল গান্ধি। তিনি এখন ভারত জোড়ো ন্যায় যাত্রা করছেন। সেই যাত্রায় অসমে বেশ কিছু হামলার ঘটনা ঘটেছে। তাই তিনি উদ্বিগ্ন বাংলার মাটিতে যেন এই ধরনের কোনও হামলার আশঙ্কা নিয়ে। তাই বাংলার মুখ্যমন্ত্রীর কাছে তাঁর অনুরোধ তিনি যেন রাহুলের নিরাপত্তার বিষয়টি একটু সুনিশ্চিত করেন। জয়রামনরমেশ জানিয়েছেন, খাড়গে তাঁর চিঠিতে মমতাকে আমন্ত্রণও জানিয়েছেন রাহুলের এই যাত্রায় তাঁর সঙ্গে যোগ দিতে। যদিও তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বা তাঁর দলের কোনও প্রতিনিধিই এই যাত্রায় যোগ দেবেন না। কেননা তৃণমূক মনে করে রাহুল গান্ধির এই যাত্রা আদতে বিজেপিকেই সুবিধা করে দেবে। সুদীপ বন্দ্যোপাধ্যায় তো স্পষ্ট প্রশ্নই তুলেছেন, “বাংলায় আবার ন্যায় যাত্রা কিসের?”
এদিকে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সূত্রে জানা গিয়েছে, রাহুলের ভারত জোড়ো যাত্রার পশ্চিমবঙ্গের অংশ নিয়ে যেমন রুট বদল করা হয়েছে তেমনি সফরসূচীই কাটছাঁট হয়েছে। বাতিল হয়েছে ফালাকাটা, ধূপগুড়ি ও ময়নাগুড়ির পদযাত্রার কর্মসূচি। আগামিকাল রাহুল ফের আসছেন বাংলায়। দিল্লি থেকে সোজা আসছেন বাগডোগড়ায়। বাগডোগরা থেকে রাহুলের কনভয় যাবে জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুরে। সেখানে জাতীয় সড়কের ধারে এক ধাবায় মধ্যাহ্নভোজন করবেন কংগ্রেস সাংসদ। সেখান থেকে চলে আসবেন জলপাইগুড়ি শহরের পিডব্লুডি মোড়ে। সেখান থেকে পদযাত্রা করবেন রাহুল। শহরের পোস্ট অফিস, থানা মোড় হয়ে কদমতলা মোড় পর্যন্ত পদযাত্রা হবে। সেখান থেকে তিনি গাড়িতে উঠবেন ও অসম মোড়, ফাটাপুকুর, ফুলবাড়ি হয়ে পৌঁছে যাবেন শিলিগুড়ি। রাতেই ঢুকে পড়বেন উত্তর দিনাজপুরে। সেখানেই রাতে থাকবেন। ফালাকাটা, ধূপগুড়ি ও ময়নাগুড়ির পদযাত্রার কর্মসূচি বাতিল করা হয়েছে। আসলে কংগ্রেস চাইছে না ইন্ডিয়া জোটে মমতাকে ধরে রাখতে বাংলায় তৃণমূলকে চটিয়ে কোনও কর্মসূচি রাখতে। ইতিমধ্যেই তৃণমূলের তরফে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, “বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ন্যায়ের শাসন চালাচ্ছেন। তাহলে এই রাজ্যে রাহুল গান্ধি কাদের অন্যায়ের বিরুদ্ধে ন্যায় যাত্রা করছেন?”
সুদীপ বন্দ্যোপাধ্যায় যাই বলুন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস রাজ্যের শাসক দলকে আপাদমস্তক একটা দুর্নীতিপরায়ণ শাসকদল হিসাবেই সমালোচনা করে থাকে। রাহুলের “ভারত জোড়ো ন্যায় যাত্রা”-র “ন্যায়” শব্দেই বাংলার তৃণমূলের আপত্তি। তাদের বতব্য, এই মিছিল করে রাহুল গান্ধি কি এই বার্তা দিতে চাইছেন যে রাজ্যে ন্যায়ের শাসন নেই? আর কাকতালীয় ভাবে রাহুল গান্ধির “ভারত জোড়ো ন্যায় যাত্রা কলকাতায় ঢোকার আগে ২৪ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় ডুমুরজলা হেলিপ্যাডে জানিয়ে দিয়েছেন, ” বাংলায় তৃণমূল একা লড়বে। তৃণমূল সেকুলার পার্টি। বাংলায় কংগ্রেসের সঙ্গে তাঁর এবং তৃণমূলের সম্পর্ক নেই।”
❤ Support Us