Advertisement
  • এই মুহূর্তে
  • জানুয়ারি ১২, ২০২২

উত্তর কোরিয়ায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা । পর্যবেক্ষণ করে কিম জং উন এর আহ্বান, দেশের ‘সামরিক পেশী’কে আরও মজবুত করতে হবে ।

উদ্বিগ্ন জাপান ও দক্ষিণ কোরিয়া ।

উত্তর কোরিয়ায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা । পর্যবেক্ষণ করে কিম জং উন এর আহ্বান, দেশের ‘সামরিক পেশী’কে আরও মজবুত করতে হবে ।

দু বছরে এই প্রথম উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পর্যবেক্ষণ করলেন । দেশের বিজ্ঞানীদের আহ্বান জানিয়ে বললেন, ‘সামরিক পেশী’ মজবুত করার প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করতে হবে।সরকারি সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বলেছে, চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে হাইপারসনিক গ্লাইড গাড়ির উচ্চতা চালচলন আরও আকর্ষণীয়ভাবে যাচাই করা হয় । এতেই বোঝা যায়, উৎক্ষেপণটিতে একটি ক্ষেপণাস্ত্র ছিল এবং তা গত সপ্তাহে পরীক্ষামূলক ভাবে ছোঁড়া হয় ।

জাপান এবং দক্ষিণ কোরিয়া উভয়ই মঙ্গলবার ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণের খবর জানিয়ে বলে, এটি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা জাতিপুঞ্জ নিষিদ্ধ করেছে।উত্তর কোরিয়ার পঞ্চবার্ষিক পরিকল্পনায় কৌশলগত অস্ত্রের জন্য হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। ২০২১ সালের সেপ্টেম্বরে হাওয়াসঙ্গ-৮-এর প্রথম পরীক্ষা চালান হয়। কিম গত মাসে উত্তর করিয়ার ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ বৈঠকে দেশের প্রতিরক্ষা আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

কোরিয়া রিস্ক গ্রুপের প্রধান, চ‍্যাড ও’ক্যারল টুইট করে বলেছেন, কিম নতুন প্রযুক্তি নির্মাণের সঙ্গে ব্যক্তিগতভাবে জড়িত । মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়টিকে কীভাবে দেখছে, তা তিনি পরোয়া করেন না।সিউলের ইভা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিফ-এরিক ইজলি বলেছেন, এটি উত্তর কোরিয়ার ক্লাসিক বক্স চেকিংয়ের মতো দেখাচ্ছে । পিয়ংইয়ং-এর প্রতিবেশীদের হুমকি দেওয়ার ক্ষমতা বাড়বে।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!