- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ২, ২০২৪
৩৯ বছর বয়সেও গোলক্ষুধা কমেনি, রোনাল্ডোর জোড়া গোলে কিং কাপের ফাইনালে আল নাসের

৩৯ বছর বয়সে অনেকেই বুট জোড়া তুলে রাখেন, ফুটবল জীবনের বানপ্রস্থে চলে যান। আর এই বয়সেই কিনা গোল করে মাঠ মাতাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই পর্তুগিজ তারকার জোড়া গোলের সুবাদেই কিস কাপের ফাইনালে উঠল আল নাসের। সেমিফাইনালে আল খালিজকে হারিয়েছে ৩–১ ব্যবধানে। ফাইনালে আল নাসেরের সামনে আল হিলাল।
পরপর দু’ম্যাচে গোল না পাওয়ায় কিং কাপের সেমিফাইনালে আল খালিজের বিরুদ্ধে যেন বাড়তি খিদে নিয়ে মাঠে নেমেছিলেন রোনাল্ডো। ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিলেন এই পর্তুগিজ তারকা। ১৭ মিনিটেই গোল করে আল নাসেরকে এগিয়ে দেন রোনাল্ডো। আল খালিজের গোলকিপার ইব্রাহিম সেহিক একটা ভেসে আসা সেন্টার ভালভাবে ক্লিয়ার করতে পারেননি। সেই বল ধরে জোরালো শটে গোল করেন রোনাল্ডো। ৩৭ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান সাদিও মানে। রোনাল্ডো নিজে শট না নিয়ে মানেকে এগিয়ে দেন।
দ্বিতীয়ার্ধেও মরিয়া ছিলেন রোনাল্ডো। ম্যাচের ৫৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে আল নাসেরকে ৩–০ ব্যবধানে এগিয়ে দেন। রোনাল্ডোর শট আংশিক প্রতিহত করেন ইব্রাহিম সেহিক। ফিরতি বলে গোল করেন রোনাল্ডো। তাংর সামনে হ্যাটট্রিক করার সুযোগও এসেছিল। কিন্তু বাধা হয়ে দাঁড়ান আল খালিজ গোলকিপার সেহিক। ম্যাচের ৮২ মিনিটে ফাওয়াজ আল তোরাইস আল খালিজের হয়ে ব্যবধান কমান। ৩১ মে জেদ্দার কিং আবদুল্লাহ স্টেডিয়ামে আল হিলালের বিরুদ্ধে ফাইনাল খেলবে আল নাসের। আল ইত্তিহাদকে হারিয়ে ফাইনালে উঠেছে আল হিলাল।
❤ Support Us