- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ২১, ২০২৩
পর্যটনে বাংলার গ্রাম কিরীটেশ্বরী ভারতসেরা, দুবাই থেকে এই খবর জানালেন মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদের নবগ্রামের কিরীটেশ্বরীকে দেশের ‘সেরা পর্যটন গ্রাম’ হিসাবে মনোনীত করল কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দুবাই থেকে তাঁর এক্স হ্যান্ডলে এ কথা জানিয়ে লিখেছেন, ‘‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কিরীটেশ্বরীকে ভারত সরকারের পর্যটন মন্ত্রক ভারতের সেরা পর্যটন গ্রাম হিসেবে নির্বাচিত করেছে। দেশের ৩১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রাপ্ত ৭৯৫টি আবেদনের মধ্যে ২০২৩ সালের ‘সেরা পর্যটন গ্রাম প্রতিযোগিতা’ হয়েছিল। সেখানেই এই নির্বাচন হয়েছে বাংলার কিরীটেশ্বেরী৷ আগামী ২৭ সেপ্টেম্বর নয়াদিল্লিতে হবে পুরস্কার প্রদান অনুষ্ঠান। আমি ওই গ্রামের বাসিন্দাদের অভিনন্দন জানাই। জয় বাংলা!’’
Glad to share and announce that Kiriteshwari in the Murshidabad district of West Bengal has been selected by the Ministry of Tourism, Government of India, as the Best Tourism Village of India. The selection has happened in the Best Tourism Village Competition,2023, from among 795…
— Mamata Banerjee (@MamataOfficial) September 21, 2023
নবাবের শহর মুর্শিদাবাদের দহপাড়া রেলস্টেশন থেকে পাঁচ কিলোমিটার দূরে কিরীটেশ্বরী গ্রামে মাতা কিরীটেশ্বরীর মন্দির অবস্থিত। জনশ্রুতি, সেখানে সতীর মুকুট বা কিরীট পড়েছিল। সেই কারণে দেবীকে ‘মুকুটেশ্বরী’ বলেও অনেকে ডাকেন। ইতিহাস থেকে জানা যায়, ১৪০৫ সালে দেবীর প্রাচীন মন্দিরটি ভেঙে পড়ে। তার পরে উনবিংশ শতকে লালগোলার রাজা দর্পনারায়ণ রায় নতুন মন্দির নির্মাণ করেন। পরবর্তী সময়ে মন্দিরের জন্য জমি দান করেছিলেন স্থানীয় মুসলিমদের একাংশ। প্রতি বছর পৌষ মাসে এখানে মহামায়ার পুজো উপলক্ষে মন্দির চত্বরের ওই জমিতে মেলা বসে। আয়োজনের মূল দায়িত্বে থাকেন মুসলিমরাই।
বাংলা সম্প্রীতির তীর্থক্ষেত্র। কিরীটেশ্বরী মন্দিরে মহামায়ার পুজোর সময় যে মেলা বসে তা প্রমাণ করে বাংলায় সাম্প্রদায়িক শক্তির কোনও জায়গা নেই। কোনও ভাবেই বাংলাকে জাত-ধর্মের ভিত্তিতে বিভাজিত করা যাবে না। সম্প্রীতির এই অনন্য নজির বাংলা দীর্ঘ সময় ধরে বজায় রেখে চলছে।
❤ Support Us