Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • সেপ্টেম্বর ২৮, ২০২৩

পাঞ্জাবের কৃষকরা ন্যূনতম সহায়ক মূল্য, বন্যার ক্ষতিপূরণের দাবিতে আজ দুপুর থেকে তিন দিনের রেল রোকোর ডাক কিষাণ মজদুর সংগ্রাম কমিটির

আরম্ভ ওয়েব ডেস্ক
পাঞ্জাবের কৃষকরা ন্যূনতম সহায়ক মূল্য, বন্যার ক্ষতিপূরণের দাবিতে আজ দুপুর থেকে তিন দিনের রেল রোকোর ডাক কিষাণ মজদুর সংগ্রাম কমিটির

কিষাণ মজদুর সংগ্রাম কমিটির নেতৃত্বে পাঞ্জাবের অমৃতসরের কৃষকরা বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণ এবং অন্যদের মধ্যে ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি নিশ্চিত দাবিতে আজ দুপুর থেকে রাজ্য জুড়ে তিন দিন ধরে একটি ‘রেল রোকো’ আন্দোলনের ডাক দিয়েছে। কিষাণ মজদুর সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক সারওয়ান সিং পান্ধের প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সারাদেশের কৃষকরা এই বিষয়ে একত্রিত হয়েছে এবং হুঁশিয়ারি দিয়েছে যে কেউ যদি ‘পাঞ্জাবের কৃষকদের সাথে দুর্ব্যবহার’ করার চেষ্টা করে তবে হরিয়ানার আরও কৃষক প্রতিবাদে যোগ দেবে।”

সারওয়ান সিং পান্ধের সংবাদ মাস্যমকে বলেন, “যদি কেউ পাঞ্জাবের কৃষকদের সঙ্গে দুর্ব্যবহার করার চেষ্টা করে, তাহলে হরিয়ানার কৃষকরাও পাঞ্জাবের কৃষকদের সঙ্গে যোগ দেবেন। কৃষকরা সারা দেশে একত্রিত হয়েছে। আজ তিন দিনের জন্য পাঞ্জাব জুড়ে রেল রোকো শুরু হবে। এমএসপি নিশ্চিতকরণ সহ অনেকগুলি সমস্যা রয়েছে। এছাড়াও দিল্লিতে কৃষক বিক্ষোভ চলাকালীন কৃষকদের বিরুদ্ধে মামলাগুলি প্রত্যাহার করে নেওয়া হয়নি। এছাড়াও অন্যান্য বিষয়গুলির সঙ্গে.কৃষকদের আয় দ্বিগুণ হওয়ার কথা ভুলে যান, আমাদের চাষের খরচ বেড়েছে ২/৩ গুণ।”

বৃহস্পতিবার সকাল থেকেই প্রতিবাদী কৃষকরা বিপুল সংখ্যক জড়ো হতে শুরু করেছে এবং তাদের দাবিতে পাঞ্জাবের বিভিন্ন জেলা জুড়ে রেলপথ অবরোধ করার পরিকল্পনা জোরকদমে শুরু হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!