Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ২৪, ২০২৪

‌ডার্বি অভিষেকে হ্যাটট্রিক করা জামশিদ নাসিরি–পুত্র কিয়ানকে ছেড়ে দিল মোহনবাগান

আরম্ভ ওয়েব ডেস্ক
‌ডার্বি অভিষেকে হ্যাটট্রিক করা জামশিদ নাসিরি–পুত্র কিয়ানকে ছেড়ে দিল মোহনবাগান

২০২২ সালের জানুয়ারিতে জীবনের প্রথম  ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পরিবর্ত হিসেবে মাঠে নেমে হ্যাটট্রিক করেছিলেন কিয়ান নাসিরি। তারপর আর নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। তাই কিয়ান নাসিরিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল মোহনবাগান। আগামী মরশুমে চেন্নাইন এফসি–র গায়ে খেলতে দেখা যাবে জামশিদ নাসিরির পুত্রকে। কিয়ান ছাড়াও লালরিনলিয়ানা হামতেকেও ছেড়ে দিয়েছে মোহনবাগান। তবে ধরে রেখেছে তরুণ ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাসকে।
২০২১ মরশুমে মোহনবাগান সিনিয়র দলে সুযোগ পান কিয়ান নাসিরি। ২০২২ সালের ২৯ জানুয়ারি আইএসএলে দ্বিতীয় পর্বের ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তাঁকে পরিবর্ত হিসেবে মাঠে নামিয়েছিলেন তৎকালীন কোচ জুয়ান ফেরান্দো। ডার্বি অভিষেকে প্রথম টাচেই গোল পেয়েছিলেন। শেষ ৩০ মিনিট ঝড় তুলে হ্যাটট্রিক করেছিলেন। এই মরশুমে অবশ্য সবুজ–মেরুন জার্সি গায়ে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। ১৬ ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন। গোল করেন মাত্র ১টি। যদিও অধিকাংশ ম্যাচেই পরিবর্ত হিসেবে মাঠে নেমেছিলেন কিয়ান। ৩ বছরের চুক্তিতে চেন্নাইনে যাচ্ছেন। তাঁর আশা মোহনবাগানের তুলনায় সেখানে অনেক বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন।
তরুণ মিডফিল্ডার লালরিনলিয়ানা হামতেকেও ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান। সদ্য শেষ হওয়া মরশুমে ১৩ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। কিয়ানের মতো তিনিও অধিকাংশ ম্যাচেই পরিবর্ত হিসেবে মাঠে নেমেছিলেন। কিয়ান ও হামতেকে ছেড়ে দিলেও তরুণ ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাসের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির রাস্তায় হাঁটল মোহনবাগান। তাঁর সঙ্গে ২০০৭ সাল পর্যন্ত চুক্তি করা হয়েছে। ২১ বছর বয়সী এই ডিফেন্ডার ৫টি ম্যাচে মাঠে নেমেছিলেন। প্রতিটা ম্যাচেই দারুণ নজর কাড়েন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!