- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ২৪, ২০২৪
দুরন্ত আন্দ্রে রাসেল, রুদ্ধশ্বাস ম্যাচে ৪ রানে নাটকীয় জয় নাইট রাইডার্সের
২০১৪ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে শেষবার আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তারপর থেকে খেতাব অধরাই থেকে গেছে। এবছর ঘরের মাঠে দারুণ শুরু করল নাইটরা। রুদ্ধশ্বাস ম্যাচে ৪ রানে হারাল সানরাইজার্স হায়দরাবাদকে। দুরন্ত ব্যাটিং করে নাইট রাইডার্সের জয়ের ভিত গড়ে দেন আন্দ্রে রাসেল। বল হাতে তুলে নেন ২ উইকেট।
টসে জিতে নাইট রাইডার্সকে ব্যাট করতে পাঠায় সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। দ্বিতীয় ওভারেই ধাকা খায় নাইটরা। শাহবাজ আমেদের দুরন্ত থ্রো–তে রান আউট হন সুনীল নারাইন (২)। ভেঙ্কটেশ আয়ার (৭), অধিনায়ক শ্রেয়স আয়ার (০), নীতীশ রানারাও (৯) রান পাননি। একের পর এক উইকেট পড়লেও অন্যপ্রান্ত ধরে রাখেন ফিল সল্ট (৪০ বলে ৫৪)।
একসময় ১১৯ রানে ৬ উইকেট হারায় নাইট রাইডার্স। সেখান থেকে ঝড় তুলে দলকে ২০০ রানের গন্ডি পার করে দেন আন্দ্রে রাসেল। ২৫ বলে ৬৪ রান করে তিনি অপরাজিত থাকেন। মারেন ৩টি ৪ ও ৭টি ৬। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২০৮ রান তোলে নাইটরা। ১৭ বলে ৩৫ রান করেন রমনদীপ সিং। ১৫ বলে ২৩ রান করেন রিঙ্কু সিং।
ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিলেন হায়দরাবাদের দুই ওপেনার মায়াঙ্ক আগরওয়াল (২১ বলে ৩২) ও অভিষেক শর্মা (১৯ বলে ৩২)। ওপেনিং জুটিতে ৬.২ ওভারে ৬০ রান তুলে ফেলে ৬০। মায়াঙ্ককে ফেরান হর্ষিত রানা। অভিষেককে তুলে নেন রাসেল। রাহুল ত্রিপাঠি ২০ বলে ২০ রান করে আউট হন। ১৩ বলে ১৮ রান করেন এইডেন মার্করাম। ১৭ ওভার শেষে হায়দরাবাদের রান ছিল ১৪৯/৫। এরপর ঝড় তোলেন হেনরিক ক্লাসেন। ১৮ তম ওভারে বরুম চক্রবর্তীর বলে ২১ রান নেন ক্লাসেন ও শাহবাজ। মিচেল স্টার্কের পরের ওভারে ৪টি ছক্কাসহ ওঠে ২৬।
শেষ ওভারে নাটক জমে ওঠে। ৬ বলে হায়দরাবাদের জয়ের জন্য দরকার ছিল ১৩ রান। হর্ষিত রানার প্রথম বলে ৬ মারেন ক্লাসেন। পরের বলে আসে ১ রান। তৃতীয় বলে আউট হন শাহবাজ (৫ বলে ১৬)। পঞ্চম বলে আউট হন ক্লাসেন। ২৯ বলে তিনি করেন ৬৩। শেষ বলে জয়ের জন্য দরকার ছিল ৫। হর্ষিতের বল ব্যাটে লাগাতে পারেননি প্যাট কামিন্স। ২০৪/৭ রানে থেমে যায় হায়দরাবাদ। রুদ্ধশ্বাস ম্যাচে ৪ রানে জয় পায় নাইটরা। ৩৩ রানে ৩ উইকেট নেন হর্ষিত রানা। ২৫ রানে ২ উইকেট আন্দ্রে রাসেলের।
❤ Support Us