Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ১, ২০২৪

আইপিএলের প্রথম দিকেও অনিশ্চিত রাহুল। তড়িঘড়ি সহ–অধিনায়ক বদলাল লখনউ

আরম্ভ ওয়েব ডেস্ক
আইপিএলের প্রথম দিকেও অনিশ্চিত রাহুল। তড়িঘড়ি সহ–অধিনায়ক বদলাল লখনউ

চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট থেকে ছিটকে গেলেন লোকেশ রাহুল। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সরকারিভাবে তাঁর ছিটকে যাওয়ার কথা জানানো হয়েছে। আইপিএলের প্রথম দিকেও তাঁর খেলার ব্যাপারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর সেই কারণেই সহ–অধিনায়ক বদল করল লখনউ সুপার জায়ান্টস। ক্রূণাল পান্ডিয়াকে সরিয়ে সহ–অধিনায়ক করা হল ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরানকে।

লোকেশ রাহুলের ডানহাতের কোয়াড্রিসেপ্সে চোট রয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, বোর্ডের চিকিৎসক দল লোকেশ রাহুলের চোটের দিকে ব্যাপারে নজর রাখছে। ইংল্যান্ডের বিরুদ্ধে হায়দরাবাদে প্রথম টেস্ট খেলার পর তাঁর ডানহাতে যন্ত্রণা শুরু হয়। এরপর বাকি টেস্টগুলো খেলতে পারেননি। বোর্ড আশা করেছিল, ধরমশালায় শেষ টেস্টে হয়তো খেলতে পারবেন। কিন্তু পুরো ফিট না হওয়ায় ছিটকে গেলেন রাহুল। তিনি এই মুহূর্তে লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন।

রাহুলকে নিয়ে ক্রমশ চিন্তা বাড়ছে লখনউ সুপার জায়ান্টসের। কারণ, তিনি দলের অধিনায়ক। যদি রাহুল আইপিএলের শুরুর দিকে খেলতে না পারেন, তাহলে সমস্যায় পড়বে লখনউ। গত বছর চোটের জন্য রাহুল ছিটকে যাওয়ার পর ক্রূণাল পান্ডিয়া লখনউকে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর ওপর এবার ভরসা করতে পারছে না লখনউ টিম ম্যানেজমেন্ট। তাই ক্রূণালকে সরিয়ে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরানকে সহ–অধিনায়ক করা হল। যাতে রাহুল প্রথম দিকের কয়েকটা ম্যাচ খেলতে না পারলে পুরান দলকে নেতৃত্ব দিতে পারেন।

ফ্র‌্যাঞ্চাইজি লিগে খেলার ব্যাপারে দারুণ দক্ষতা রয়েছে নিকোলাস পুরানের। আইপিএলে পাঞ্জাব সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদের মতো ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। গত মরশুম থেকে লখনউ–তে রয়েছেন। গতবছর ১৫ ম্যাচে ৫৮ রান করেন। ওয়েস্ট ইন্ডিজ টি২০ দলকেও নেতৃত্ব দিয়েছেন। লোকেশ রাহুল খেলতে না পারলে নেতৃত্ব নিয়ে যাতে সমস্যা না হয়, তাই আগেভাগেই পুরানকে সহ–অধিনায়ক করা হল। যাতে রাহুলের অবর্তমানে তিনি দলকে নেতৃত্ব দিতে পারেন। ‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!