- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ১, ২০২২
প্রায় ৭ মাস পর হাফ সেঞ্চুরি কোহলির, তবু ম্লান সূর্যর কাছে
দীর্ঘদিন ব্যাটে বড় রান নেই। প্রায় ৭ মাস পর আবার হাফ সেঞ্চুরির ইনিংস এল কোহলির ব্যাটে।

চিত্র সংগৃহীত
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। দীর্ঘদিন ব্যাটে বড় রান নেই। প্রায় ৭ মাস পর আবার হাফ সেঞ্চুরির ইনিংস এল কোহলির ব্যাটে। বুধবার হংকংয়ের বিরুদ্ধে এশিয়া কাপের গ্রুপ লিগে ম্যাচে ৪৪ বলে ৫৯ রান করে অপরাজিত রইলেন কোহলি।
তবে তাঁকে ছাপিয়ে গেলেন সূর্যকুমার যাদব। এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে রান না পেলেও হংকংয়ের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে জ্বলে উঠেছিলেন। ২৬ বলে ৬৮ রানের দুরন্ত ইনিংস খেলেন। হারুন আর্শাদের শেষ ওভারে ৪টি ৬সহ ২৬ রান নেন সূর্য। হংকংয়ের বিরুদ্ধে সূর্যকুমারের দাপটে ম্লান হয়ে গিয়েছিল বিরাট কোহলির হাফ সেঞ্চুরির ইনিংস। ভারতীয় ইনিংস শেষে যখন সূর্য ডাগ আউটে ফিরছিলেন, মাথা ঝুঁকিয়ে কুর্নিশ করেছিলেন সূর্যকে। সূর্য ও কোহলি জুটিতে তুলেছিলেন ৯২ রান। যার অধিকাংশই এসেছিল সূর্যর ব্যাটে। প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে তুলেছিল ১৯২/২। বিরাট কোহলি ৪৪ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন। জবাবে ২০ ওভারে ১৫২/৫ তোলে হংকং। হংকংকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার কাপে পৌঁছে গেল ভারত।
চোটের জন্য দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন লোকেশ রাহুল। চোট সারিয়ে আবার মাঠে ফিরেছেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। দুটি ম্যাচে ব্যাট করার সুযোগ পেলেও রান পাননি। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধেও ব্যর্থ। মাত্র ২ বল খেলে ডাগ আউটে ফিরতে হয়েছিল। হংকংয়ের বিরুদ্ধে রান পেলেও চেনা ছন্দে ছিলেন না ভারতীয় দলের সহ–অধিনায়ক। তা সত্ত্বেও লোকেশ রাহুলের পাশে দাঁড়িয়েছেন সূর্যকুমার যাদব।
হংকংয়ের বিরুদ্ধে ম্যাচের পর সূর্য বলেন, ‘রাহুল চোট সারিয়ে সদ্য ফিরে এসেছে। মানিয়ে নেওয়ার জন্য ওর কিছুদিন সময় লাগবে।’ নিজের ব্যাটিং অর্ডার প্রসঙ্গে সূ্র্যকুমার বলেন, ‘আমি সবসময় বলে এসেছি, যে কোনও জায়গায় খেলার জন্য আমি তৈরি। কোচ ও অধিনায়ককে বলেছি, যে কোনও পজিশনে আমাকে ভাবতে পারে। আমি শুধু খেলতে চাই। এই মুহূর্তে দলে নানারকম পরীক্ষা নিরীক্ষা চলছে। প্র্যাকটিসে পরীক্ষা–নিরীক্ষা করার চেয়ে ম্যাচে করাটাই ভাল। তাতে ভাল ধারণা তৈরি হবে।’
হংকংয়ের বিরুদ্ধে দুবাইয়ে বুধবার রাতে মরুঝড় দেখা গিয়েছিল সূর্যকুমার যাদবের ব্যাটে। ভারতের নতুন টিম কম্বিনেশনে তাঁকে কি ওপেনিংয়ের ভূমিকায় দেখা যেতে পারে? ম্যাচ শেষে প্রশ্নটা ছুঁড়ে দেওয়া হয়েছিল সূর্যকুমারের কাছে। সূর্যর সটান জবাব, ‘তার মানে আপনি বলতে চাইছেন, রাহুল ভাইকে বাদ দিতে হবে?’ লোকেশ রাহুলের পাশে দাঁড়ালেও যে কোনও জায়গায় খেলার জন্য তৈরি সূর্যকুমার।
❤ Support Us