Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ১৬, ২০২৩

শনিবার মরসুমের শীতলতম দিন

আরম্ভ ওয়েব ডেস্ক
শনিবার মরসুমের শীতলতম দিন

শনিবার রাজ্যে তাপমাত্রা আরও নামল। ঠান্ডায় কলকাতা সহ গোটা রাজ্য জবুথুবু। শীত আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস।

আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দু’ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলাগুলিতে ঠান্ডা আরও বাড়ার সম্ভাবনা আছে।

আবহবিদেরা আরও জানিয়েছেন, আগামী কয়েক দিনে আরও বেশ কিছুটা তাপমাত্রা নামতে পারে। তবে তাপমাত্রায় খুব বড় রকমের হেরফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হবে না। উত্তরের জেলাগুলিতে কোথাও কোথাও ঘন কুয়াশা থাকবে। যদিও আগামী কয়েক দিনে রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। শুকনো আবহাওয়াই থাকবে উত্তরের জেলাগুলিতে।

প্রসঙ্গত, এই বছর ডিসেম্বরের শুরুর দিকে রাজ্যে শীতের নামগন্ধ ছিল না। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মিচাং-এর প্রভাবে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ উপকূলে ব্যাপক ঝড়বৃষ্টি হয়ে তার প্রভাব পড়েছিল বাংলায়। তিন দিন ধরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছিল। স্যাঁতসেঁতে আবহাওয়া সৃষ্টি হয়েছিল। অবশেষে ঘূর্ণিঝড়ের রেশ কাটতেই রোদ ওঠে, আকাশ পরিস্কার হতেই পারদ নামতে শুরু করে রাজ্যে। কললাতায় বড়দিনের সময় ভাল রকম ঠান্ডা পড়বে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!