Advertisement
  • ন | গ | র | কা | হ | ন
  • সেপ্টেম্বর ২, ২০২৩

মেয়রের ফোনে তারকের “মানভঞ্জন”, ইস্তফার সিদ্ধান্ত থেকে সরল মেয়র পরিষদ নিকাশি

আরম্ভ ওয়েব ডেস্ক
মেয়রের ফোনে তারকের “মানভঞ্জন”, ইস্তফার সিদ্ধান্ত থেকে সরল মেয়র পরিষদ নিকাশি

জল জমা নিয়ে ফিরহার-তারক দ্বৈরথ। এবার এই দ্বৈরথ মেটাতে মেয়র ফিরহাদ হাকিম ময়দানে নিজেই নামলেন, ফোন করলেন মেয়র পরিষদ তারক সিংকে। আর তাতেই আপাতত মেয়র পরিষদ পদ থেকে তর্কের ইস্তফার সিদ্ধান্ত বদল করার আভাস দিচ্ছেন তারক সিং । শনিবার তারক সিং, সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘‘আমাকে মেয়র ফোন করেছিলেন। তিনি জানিয়েছেন, শহরে জমা জলের সমস্যা নিয়ে আমাকে কিছু বলেননি। দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ভূমিকায় ক্ষোভপ্রকাশ করেছিলেন। আমাদের মধ্যে কোনও সমস্যা আগেও ছিল না, এখনও নেই।’’

শুক্রবার মেয়র বলেছিলেন, “তারক সিং সব সময় জানিয়ে যাচ্ছে নো ওয়াটার লগিং, অথচ আমার ভাই মারা গেছে, গার্ডেনরিচে সে থাকে, সেখানে জল জমেছে বলে খবর আসছে। তাঁর দেহ জল দিয়ে ধুইয়ে দেওয়ার জন্য চেয়ার দিয়ে উঁচু করে সেই কাজ করতে হচ্ছে।” এর পরেই কার্যত কেঁদে ফেলেন মেয়র পরিষদ নিকাশি, তারক সিং। বলেন, “আমার সম্মানটাই আসল, সেটা না থাকলে, আগামীকাল আমি রিজাইন দেব।”

তবে কী শনিবার মেয়রের ফোনের পর ইস্তফার সিদ্ধান্ত থেকে সরে এলেন তারক সিং ? এমন প্রশ্নের জবাবে মেয়র পারিষদ, নিকাশি জানান, ‘‘আমার শরীর ভাল নেই। তাই আজ, শনিবার হয়তো কোথাও যেতে পারব না। আর এখনও আমি আমার ইস্তফা নিয়ে কোনও সিদ্ধান্ত নিইনি।’’ তবে কলকাতা পুরসভা সূত্রে খবর, মেয়রের ফোনের পর তর্কের মানভঞ্জন হয়েছে। তাই আর পদত্যাগ করে দল বা মেয়রের অস্বস্তি বাড়াতে তিনি চাইছেন না।

তৃণমূলের এই প্রবীণ এই নেতা তারক সিং কিছুদিন আগে তাঁর ওয়ার্ডে একটি নির্মীয়মান ফ্ল্যাটের সামনে জল জমে থাকার জন্য নির্মাণ সংস্থার এক কর্মীর গালে সপাটে চড় কষিয়ে দিয়েছিলেন। তার পর এই ঘটনা নিয়ে বিতর্ক বাড়িয়ে তিনি আবারও একই ভাবে জল জমলে আবারও তিনি চড়-থাপ্পড় মারবেন বলে মন্তব্য করেছিলেন। এবার সেই জল জমার দায়ে স্বয়ং শুক্রবার সংবাদ মাধ্যমের সামনেই মেয়র ফিরহাদ হাকিম তারক সিংকে অভিযুক্ত করলেন কলকাতা পুরসভায় মেয়রের চেয়ার -এ বসে। তাতেই শুক্রবার চোখের জল ধরে রাখতে পারেননি তারক সিং, তারক মেয়রের উদ্দেশে বলেছিলেন , ‘‘ওর কথায় আমি অসম্মানিত হয়েছি। মেয়রের আমার উপর আস্থা নেই। তাই আমি পদত্যাগ করব, অবশেষে মেয়রের ফোনে তারক-এর মানভঞ্জন হল !


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!