- প্রচ্ছদ রচনা
- মার্চ ৯, ২০২৪
রেকর্ড অক্ষুন্ন রাখার লড়াই মোহনবাগানের কাছে, আইএলএল ডার্বিতে প্রথম জয়ের খোঁজে ইস্টবেঙ্গল
আইএসএল ডার্বিতে কি ইসিহাস বদলে দিতে পারবে ইস্টবেঙ্গল? না, আধিপত্য বজায় রাখবে মোহনবাগান? রবিবার আইএসএলে আবার মুখোমুখি কলকাতার দুই প্রধান। রবিবাসরীয় ডার্বিতে খারাপ সময়ের মধ্যে দিয়ে চলতে থাকা ইস্টবেঙ্গলের তুলনায় মোহনবাগান যে এগিয়ে থেকে মাঠে নামবে, সেকথা বলার অপেক্ষা রাখে না।
দীর্ঘদিন ডার্বি জয়ের খরা কাটিয়ে চলতি মরশুমে ডুরান্ড কাপের গ্রুপ লিগের ম্যাচে জয় তুলে নিয়েছিল ইস্টবেঙ্গল। ফাইনালে অবশ্য হারতে হয়েছিল লাল–হলুদকে। এরপর সুপার কাপের ডার্বিতে জয়। মরশুমে দুটি ডার্বিতে জিতলেও আইএসএল ডার্বিতে জয় আসেনি। প্রথম পর্বের ডার্বিতে আশা জাগিয়ে ড্র করেছিল ইস্টবেঙ্গল। ম্যাচ শেষ হয়েছিল ২–২ ব্যবধানে।
আইএসএলে দ্বিতীয় ডার্বিতে মাঠে নামার আগে একেবারেই স্বস্তিতে নেই ইস্টবেঙ্গল। পরপর দুটি ম্যাচে হেরে একদিকে প্রথম ছয়ে থাকার সম্ভাবনা যেমন ক্ষীণ করে ফেলেছে, তেমনই ফুটবলারদের মনোবল একেবারে তলানিতে। তবুও ডার্বি জিতে সম্মান বাঁচাতে চান লাল–হলুদ ফুটবলাররা। তবে ডার্বিতে মাঠে নামার আগে আক্রমণভাগের সুযোগ নষ্ট নিয়ে চিন্তিত ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। আগের ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে জঘন্য ফুটবল উপহার দিয়েছিলেন ক্লেইটন সিলভারা। ডার্বিতে ঘুরে দাঁড়াতে গেলে নিজেদের ছাপিয়ে যেতে হবে লাল–হলুদ ফুটবলারদের।
অন্যদিকে, টানা ম্যাচ জিতে দারুণ ছন্দে রয়েছে মোহনবাগান। জনি কাউকো যোগ দেওয়ার পর থেকেই মাঝমাঠ দারুণ সংঘবদ্ধ। দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিংস, আর্মান্দো সাদিকুরা গোলের মধ্যে রয়েছেন। ভিক্টর ইউস্তে, আনোয়ার আলি, ব্রেন্ডন হামিলরা রক্ষণকে দারুণ ভরসা দিচ্ছেন। মোহনবাগান রক্ষণ ভেদ করে গোল করা ক্লেইটনদের কাছে কঠিন হবে। তবে লাল–হলুদ সমর্থকদের কাছে একটাই স্বস্তি, চলতি মরশুমে মোহনবাগানের কাছে একবারও হারতে হয়নি।
চলতি আইএসএলে এই মুহূর্তে ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মোহনবাগান। জিতলেই ওডিশা এফসি–কে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসবে। মোহনবাগানের থেকে ২ ম্যাচ বেশি খেলে ৩৫ পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে ওডিশা। অন্যদিকে, ১৮ ম্যাচে ১৮ পয়েন্ট পেয়ে দশম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। ডার্বি জিতলে একলাফে সপ্তম স্থানে উঠে আসবে। প্রথম ছয়ের লড়াইও জমে যাবে। এখন দেখার ডার্বিতে বাজিমাত করতে পারে কিনা ইস্টবেঙ্গল।
❤ Support Us