- দে । শ
- সেপ্টেম্বর ২০, ২০২৩
নিয়োগ দুর্নীতি মামলায় অসন্তুষ্ট বিচারপতি এবার সিবিআই-র অধিকর্তা প্রবীণ সুদকে আদালতে তলব করলেন

প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ওএমআর শিট নষ্ট করার মামলায় টানা তৃতীয় দিন সিবিআইকে তীব্র ভর্ৎসনা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিটের প্রধানের পর এবার আদালতে হাজিরা দিতে বললেন সিবিআই অধিকর্তাকে। বুধবার আদালতে ফের একবার বিচারপতির তীব্র ভর্ৎসনার মুখে পড়েন সিবিআই-র তদন্তকারীরা। বুধবার আদালতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন, তদন্ত করে সত্য উদ্ঘাটনের কোনও সদিচ্ছা নেই তদন্তকারী সংস্থার নেই।
বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন মামলার কেস ডায়েরি দেখে ক্ষুব্ধ হয়ে বলেন, “সিটের সদস্য নয় এমন ব্যক্তিও ঘুষ দিয়ে চাকরি পাওয়া প্রার্থীদের জেরা করেছেন। আমি অবাক হয়ে যাচ্ছি। এই তদন্তে আর কোনও আধিকারিককে দরকার নেই। শুধু প্রধানমন্ত্রীকে প্রয়োজন। যারা তদন্ত করছেন তাদের উদ্দেশ নিয়েই প্রশ্ন উঠছে।” এর পরই তিনি নির্দেশ দেন, আগামী ৪ অক্টোবর সিটের আধিকরিকদের কর্মদক্ষতার রিপোর্ট নিয়ে সিবিআই অধিকর্তা প্রবীণ সুদকে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিতে হবে।
আমরা দেখেছি, এই মামলায় মঙ্গলবারও সিবিআইকে ব্যাপক ভর্ৎসনা করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সিবিআইয়ের সিটের তদন্তকারীদের নির্লজ্জ বলে মন্তব্য করেন তিনি। এর পর সিটের প্রধান অশ্বিন সেনভিকে আদালতে তলব করেন তিনি। তখনই সিবিআই অধিকর্তাকেও ডাকার হুঁশিয়ারি দিয়েছিলেন বিচারপতি। বুধবার শেষ পর্যন্ত সেই নির্দেশই দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
❤ Support Us