- এই মুহূর্তে
- মার্চ ৩, ২০২২
শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ। সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের ।
নবম–দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট । বলেছে সিবিআইয়ের জয়েন্ট পদমর্যাদার যে কোনও অফিসারকে তদন্তের ভার দিতে হবে। শিক্ষক নিয়োগের দুর্নিতীর সংক্রান্ত মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে । মামলাকারীদের অভিযোগ ছিল, প্যানেলে নাম নেই অথচ অনেকের নিয়োগ হয়েছে । কীভাবে এই নিয়োগ, বিষয়টি অনুসন্ধান করে এক মাসের মধ্যে আদালত প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে । মামলার পরবর্তী শুনানি ২১ মার্চ ।
২০১৯ সালের ১ জানুয়ারি নিয়োগ সংক্রান্ত পাঁচ জনের একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির নজরদারিতে ওই নিয়োগ প্রক্রিয়াটি চলে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কমিটির কী ভূমিকা ছিল, সেই বিষয়টিও অনুসন্ধান করে দেখতে বলা হয়েছে। গত সোমবার শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ নিয়ে অন্য একটি মামলায়ও আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল । দুর্নীতির পিছনে কোনও প্রভাবশালীর হাত রয়েছে কিনা, তা তদন্ত করে দেখতে বলা হয়েছে। কোনও আর্থিক লেনদেন হয়েছে কিনা, তাও খতিয়ে দেখার কথা বলেছিল। ওই রায়কে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার।
❤ Support Us








