Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ২৬, ২০২৪

২৪.‌৭৫ কোটির মিচেল স্টার্ককে নিয়ে অস্বস্তি কলকাতা নাইট রাইডার্সের

আরম্ভ ওয়েব ডেস্ক
২৪.‌৭৫ কোটির মিচেল স্টার্ককে নিয়ে  অস্বস্তি কলকাতা নাইট রাইডার্সের

আজ ইডেনে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। টানা ৪ ম্যাচ হেরে প্লে অফের স্বপ্ন থেকে অনেকটাই দূরে পাঞ্জাব কিংস। পাঞ্জাবের লক্ষ্য আজ ইডেনে জয় তুলে নিয়ে প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রাখা। অন্যদিকে, নাইট শিবিরের লক্ষ্য ধারাবাহিকতা ধরে রেখে লিগ টেবিলে আরও এগিয়ে যায়। যদিও আজ মুখোমুখি হওয়ার আগে দুই দলই অস্বস্তিতে।
র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে করণ শর্মার ক্যাচ নিতে গিয়ে বাঁ হাতের আঙুলে চোট পেয়েছিলেন মিচেল স্টার্ক। বুধ–বৃহস্পতিবার অনুশীলনে এলেও বোলিং করেননি। আজ পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে পারবেন কিনা, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। যদিও নাইটদের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়ার্কলোড কমানোর জন্যই দুদিন অনুশীলনে বোলিং করেননি মিচেল স্টার্ক। নেটে অবশ্য তৈরি রাখা হয়েছে শ্রীলঙ্কার জোরে বোলার দুষ্মন্ত চামিরাকে।
স্টার্কের চোট ছাড়াও তাঁর ফর্মও চিন্তায় রেখেছে নাইট শিবিরকে। গত ৭ ম্যাচে তাঁর বোলিং পারফরমেন্স ৫৫/‌১ (‌৩), ৫০/‌০ (‌৪)‌, ২৮/‌৩ (‌৪), ২৯/‌০ (‌৩)‌, ২৫/‌২ (‌৩)‌, ৪৭/‌০ (‌৪)‌, ৫৩/‌০ (‌৪)‌। অর্থাৎ ২১ ওভার বোলিং করে ২৮৭ রানে পেয়েছেন মাত্র ৬ উইকেট। ওভার প্রতি রান দিয়েছেন ১৩.‌৬৬। ‌খারাপ ফর্মের জন্য আইপিলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটারকে বসাতেও পারছে না নাইট টিম ম্যানেজমেন্ট। যদি চোটের জন্য আজ খেলতে না পারেন স্টার্ক, সেটাই একমাত্র রিলিফ টিম ম্যানেজমেন্টের কাছে।
শুধু মিচেল স্টার্কই নয়, অধিনায়ক শ্রেয়স আয়ারেরও ফিটনেস সমস্যা রয়েছে। যদি অধিনায়ক মাঠে নামতে মরিয়া। পাঞ্জাব শিবির অবশ্য আজও পাচ্ছে না অধিনায়ক শিখর ধাওয়ানকে। ধাওয়ানের কাঁধের চোট এখনও পুরোপুরি সারেনি। সাম কারেনই দলকে নেতৃত্ব দেবেন। যদিও আজ ঘরের মাঠে এগিয়ে থেকেই মাঠে নামবে নাইট রাইডার্স। আইপিএলে পারস্পরিক দ্বৈরথে শাহরুখ খানের দল প্রীতি জিন্টার পাঞ্জাব কিংসের চেয়ে এগিয়ে রয়েছে। ৩২টির মধ্যে নাইটরা জিতেছে ২১টিতে। অন্যদিকে পাঞ্জাব জিতেছে ১১টিতে। শেষ পাঁচটি দ্বৈরথের নিরিখে নাইট রাইডার্স এগিয়ে ৩–২ ব্যবধানে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!