Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ১২, ২০২৪

মুম্বইকে হারিয়ে প্রথম দল হিসেবে প্লে–অফে জায়গা করে নিল নাইট রাইডার্স

আরম্ভ ওয়েব ডেস্ক
মুম্বইকে হারিয়ে প্রথম দল হিসেবে প্লে–অফে জায়গা করে নিল নাইট রাইডার্স

প্লে–অফের সম্ভাবনা আগেই শেষ হয়ে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের। শনিবার ইডেনে কলকাতা নাইট রাউডার্সের বিরুদ্ধে ছিল সম্মান বাঁচানোর ম্যাচ। ৫ বছর পর ইডেনে খেলতে নেমেও মান বাঁচাতে পারল না হার্দিক পান্ডিয়ার দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মুম্বইকে ১৮ রানে হারিয়ে প্রথম দল হিসেবে প্লে–অফে জায়গা করে নিল নাইট রাইডার্স। ১২ ম্যাচে ১৮ পয়েন্টে পৌঁছে গেল নাইটরা।
বিকেল থেকেই ঝিরঝিরে বৃষ্টি। আদৌও খেলা হবে তো?‌ আশঙ্কার ডালি নিয়ে সন্ধে নামার আগে থেকেই ইডেনমুখী ক্রিকেটপ্রেমীরা। বৃষ্টির জন্য নির্ধারিত সময়ে খেলা শুরু হতে পারেনি। বারবার মাঠ পরিদর্শন করে আম্পায়াররা রাত ৯.‌১৫ মিনিটে খেলা শুরু করার সিদ্ধান্ত নেন। ওভার সংখ্যা যায় কমে। নির্ধারিত সময়ের ১ ঘন্টা ৪৫ মিনিট পর খেলা শুরু হলেও ওভার সংখ্যা খুব বেশি কমেনি। ২০ ওভারের জায়গায় ম্যাচ ১৬ ওভারের।
আদ্রতার কথা মাথায় রেখে টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রায় প্রতিটা ম্যাচেই নাইট রাইডার্সের বড় রানের ভিত গড়ে দিয়েছিলেন দুই ওপেনার ফিল সল্ট ও সুনীল নারাইন। মুম্বইয়ের বিরুদ্ধে ব্যর্থ দুজনই। প্রথম ওভারেই  সল্টকে (‌৬)‌ তুলে নেন নুয়ান তুষারা। পরের ওভারের প্রথম বলেই নারাইনকে (‌০)‌ ফেরান যশপ্রীত বুমরা। শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় নাইট রাইডার্স। অধিনায়ক শ্রেয়স আয়ারও (‌৭)‌ ব্যর্থ।
৪০ রানে ৩ উইকেট হারানোর পর আক্রমণাত্মক ব্যাটিং করে দলকে টেনে নিয়ে যান ভেঙ্কটেশ আয়ার (‌২১ বলে ৪১)‌ ও নীতীশ রানা (‌২৩ বলে ৩৩)‌। ক্রিজে নেমে ঝড় তুলেছিলেন আন্দ্রে রাসেলও (‌১৪ বলে ২৪)‌। তবে বেশিক্ষণ স্থায়ী হননি। আক্রমণে এসে প্রথম বলেই রাসেলকে ফেরান পীযূশ চাওলা। রিঙ্কু সিং (‌১২ বলে ২০)‌, রমনদীপ সিংদের (‌৮ বলে অপরাজিত ১৭)‌ সৌজন্যে ১৬ ওভারে ১৫৭/‌৭ রানে পৌঁছয় নাইট রাইডার্স। বুমরা ও চাওলা ২টি করে উইকেট নেন।
জয়ের জন্য ১৫৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভাল শুরু করেছিলেন মুম্বইয়ের দুই ওপেনার রোহিত শর্মা ও ঈশান কিষাণ। রোহিত ধরে খেললেও এন্য প্রান্তে ঝড় তুলেছিলেন ঈশান। ওপেনিং জুটিতে ৬৫ রানে পৌঁছে যায় মুম্বই। ঈশানকে (‌২২ বলে ৪০)‌ তুলে নিয়ে জুটি ভাঙেন সুনীল নারাইন। নিজের প্রিয় মাঠেও দলকে ভরসা দিতে পারেননি রোহিত শর্মাও (‌২৪ বলে ১৯)‌। সূর্যকুমার যাদব (‌১৪ বলে ১১)‌ ও টিম ডেভিডকে (‌০)‌ তুলে নিয়ে মুম্বইয়ের মেরুদন্ড ভেঙে দেন আন্দ্রে রাসেল। দুরন্ত বেলিং করেন বরুণ চক্রবর্তীও। তিনি ফেরান রোহিত ও হার্দিক পান্ডিয়াকে (‌২)‌। শেষ দিকে লড়াই জমিয়ে দিয়েছিলেন তিলক ভার্মা (‌১৭ বলে ৩২)‌ ও নমন ধির (‌৬ বলে ১৭)‌। কিন্তু দলকে জয় এনে দিতে পারেননি। ১৬ ওভারে ১৩৯/‌৮ রানে থেমে যায় মুম্বই। নাইটদের হয়ে দুরন্ত বোলিং করে ১৭ রানে ২ উইকেট নেন বরুণ চক্রবর্তী। ২ টি করে উইকেট নেন রাসেল ও হর্ষিত রানা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!