- এই মুহূর্তে দে । শ
- মে ৪, ২০২৪
রাজ্যপালের বিরুদ্ধে সিট গঠন লালবাজারের

রাজভবনে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে তদন্ত করার জন্য ‘স্পেশাল ইনভেস্টিগেটিং টিম’ (সিট) গঠন করল কলকাতা পুলিশ।দু’মাসে, দু’বার তাঁর শ্লীলতাহানি হয়েছে বলে হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রাজভবনের এক মহিলা অস্থায়ী কর্মী। যার জেরে বাংলার রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
কলকাতা পুলিশের এই বিশেষ আট জনের দলটির নেতৃত্বে আছেন কলকাতা পুলিশের ডি সি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। রাজভবনের পুলিশের কাছে সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠিয়েছেন তাঁরা।গত ২ মে রাজভবনের একজন চুক্তভিত্তিক কর্মচারী রাজ্যপালের বিরুদ্ধে যৌন-হেনস্থার অভিযোগ আনেন। হেয়ার স্ট্রিট থানায় এই মর্মে একটি অভিযোগ দায়ের করেন তিনি।
এই প্রসঙ্গে গতকালই সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শুক্রবার পূর্ব বর্ধমানের রায়নার একটি নির্বাচনী জনসভা থেকে সরাসরি রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে কটাক্ষ করে বলেন, ‘একটা মেয়ে রাজভবনে চাকরি করত। তার সঙ্গে কী ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল? আমার কাছে একটা নয়, হাজারটা অভিযোগ আসছে। কিন্তু কালকের মেয়েটির কান্নায় আমার বুক ফেটে গিয়েছে।’ এদিকে গতকাল রাজ্যে প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে উদ্দেশ্য করে তৃণমূল সুপ্রিমো বলেন,’সেখানে (রাজভবনে) তো কাল রাতে থেকে এলেন। কিছু তো বললেন না? ‘
মমতার উদ্দেশ্যে কটাক্ষ করে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন, ‘ আজ পর্যন্ত এই রাজ্যে তদন্ত কমিটি গড়ে কোনও রহস্যের সমাধান হয়নি। রাজ্যপালকে এইভাবে অপমান করার পিছনে সম্পূর্ণভাবে কাজ করেছে রাজনৈতিক চক্রান্ত।’ প্রসঙ্গত উল্লেখ্য , ইতিমধ্যে পুলিশের পাশাপাশি একটি বিবৃতি জানিয়ে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের রাজভবনে প্রবেশ নিষিদ্ধ করেছে রাজভবন।
পূর্ব নির্ধারিত সুচি অনুযায়ী চেন্নাই যাওয়ার আগে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে নস্যাৎ করে একটি অডিওবার্তায় বলেছেন,’ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। আমি তা মোকাবিলা করতে প্রস্তুত, আমি লড়তে জানি। পালাতে নয়’।
❤ Support Us