Advertisement
  • এই মুহূর্তে ন | গ | র | কা | হ | ন
  • ফেব্রুয়ারি ২২, ২০২৩

কলকাতায় সক্রিয় হ্যাকিং চক্র।নেট জালিয়াতদের রুখে ব্যবসায়ীর লোপাট হওয়া টাকা উদ্ধার করলো কলকাতা পুলিশ

আরম্ভ ওয়েব ডেস্ক
কলকাতায় সক্রিয় হ্যাকিং চক্র।নেট জালিয়াতদের রুখে ব্যবসায়ীর লোপাট হওয়া টাকা উদ্ধার করলো কলকাতা পুলিশ

পুলিশের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ শোনা যায় প্রায়ই। কিন্তু বিপরীত চিত্রও বিরল নয়। বুধবার কলকাতা পুলিশের এমনই এক কর্তব্যপরায়ণতার ছবি দেখল শহরবাসী।

গত বছর, ১৭ নভেম্বর কলকাতার এক সুতো ব্যবসায়ী তাঁর ব্রোকার সংস্থার কাছে থেকে সুতো কেনার জন্য ৩১ লক্ষ টাকার অর্ডার হটমেল মারফত পেয়েছিলেন। সংস্থার নির্দেশ অনুসারে,  ২১ তারিখ নির্দিষ্ট ব্যাঙ্ক আকাউন্টে টাকা জমা করেন তিনি।

২২ নভেম্বর তাঁর মেল আইডিতে একটি বার্তা আসে ব্রোকার সংস্থার পক্ষ থেকে। বলা হয়, সুতো কেনার জন্য ৩১ লক্ষ টাকা পুনরায় জমা করার কথা। বিস্মিত ব্যবসায়ী উত্তরে জানান তিনি আগে টাকা পাঠিয়েছেন কিন্তু সংস্থার জবাব আসে, কোনো টাকা তাঁর পায়নি। এরপর দুটি মেলকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেন সুতার কারবারী। বুঝতে পারেন, প্রথম মেলটি পুরোপুরি জাল। কারণ, দ্বিতীয় মেলে উল্লিখিত ব্যাঙ্কের নাম ও অ্যাকাউণ্ট নাম্বার প্রথমটির সঙ্গে মিলছে না। কোন সন্দেহ নেই, হ্যাকারদের কবলে পড়ে মোটা অঙ্কের টাকা হারিয়েছেন তিনি। পুরনো মেলগুলো সংগ্রহ করে, তার ভিত্তিতে, ব্রোকার সংস্থার নামে নতুন একটি নকল মেল পাঠিয়েছে তারা।

অসহায় সুতা ব্যবসায়ী এবার লালবাজারের সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হন। তদন্তে নেমে লেনদেনের সঙ্গে সম্পর্কিত দুটি ব্যাঙ্কের সঙ্গেই যোগাযোগ করেন তদন্তকারী অফিসার, এবং ‘ফ্রিজ’ করে দেওয়া হয় হ্যাকার-দের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। লালবাজার সূত্রে জানানো হয়েছে, সুতা কারবারীর খোয়া যাওয়া প্রায় ৩১ লাখ টাকার মধ্যে ২৯ লক্ষ ৫৪ হাজার ৪৮৫ টাকা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। দ্রুত বাকি টাকা ফেরাতে চেষ্টা করছেন গোয়েন্দারা।

ঘটনাটি সোশ্যালমিডিয়ায় শেয়ার করেছে কলকাতা পুলিশ। তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে, ইমেল হ্যাকারদের থেকে সচেতন থাকতে হবে। কোনোমতে, নিজের পাসওয়ার্ড শেয়ার করা যাবে না। ঘন ঘন বদলাতে হবে ইমেলের পাসওয়ার্ড । আর সম্ভব হলে, তার বিন্যাস যেন মিশ্র প্রকৃতির হয় সেদিকে খেয়াল রাখতে হবে, জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা।


  • Tags:

Read by: 86 views

❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!