Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ৩০, ২০২৪

পথে ও সাইবারস্পেসে দুর্বৃত্তদের মোকাবিলায় কলকাতা স্কুল ছাত্রীদের প্রশিক্ষণ দিচ্ছে কলকাতা পুলিশ

আরম্ভ ওয়েব ডেস্ক
পথে ও সাইবারস্পেসে দুর্বৃত্তদের মোকাবিলায় কলকাতা স্কুল ছাত্রীদের প্রশিক্ষণ দিচ্ছে কলকাতা পুলিশ

রাজ্যের শিক্ষা দফতরের সাথে যৌথ উদ্যোগে কলকাতা পুলিশের রানী লক্ষ্মীবাঈ স্ব-প্রতিরক্ষা প্রশিক্ষণ উদ্যোগের অংশ হিসাবে ২৩৩ টি সরকারি স্কুলের ২৩০০ জনেরও বেশি কিশেরী মেয়েকে এখন রাস্তা ও সাইবারস্পেসে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করতে শেখানো হবে। গত মাসে শারীরিক প্রশিক্ষণ শুরু হয় এবং সপ্তাহান্তে সাইবার নিরাপত্তা বিষয়ক ক্লাস শুরু হয়।

এই কর্মসূচির অংশ হিসাবে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল ছাত্রীদের আত্মরক্ষামূলক তায়কোয়ান্দো, জুডো, কিক-বক্সিং, ক্যারাটে, উশু এবং আইকিডোর মতো ছয়টি বিষয়ের যে কোনও একটিতে প্রশিক্ষণ দেওয়া হবে। ৯০ মিনিটের শারীরিক চর্চার ক্লাস প্রতি শনিবার এখন হচ্ছে স্কুলগুলিতে। আগামী তিন মাস ধরে এটা চলবে। সাইবার সিকিওরিটি সেশনগুলো স্বল্প সময়ের হবে এবং এই প্রশিক্ষণ শিক্ষার্থীদের প্রশ্ন করতে উৎসাহিত করবে।

আমরা ইতিমধ্যেই স্কুল ছাত্রীদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিচ্ছি কিন্তু আমরা মনে করি অনলাইন অপরাধীদের মোকাবিলা করা সমান গুরুত্বপূর্ণ। কিশোর-কিশোরী বিশেষ করে মেশেরা হ্যাকিংয়ের জন্য ঝুঁকিপূর্ণ এবং প্রায়শই সোশ্যাল মিডিয়ার ফাঁদে পড়ে। তাই বিপদ থেকে দূরে থাকা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারনেই সাইবার আইন এবং অধিকারের উপর একটি আলোচনা এখন এই কোর্সটিতে রাখা হয়েছে বলে কলকাতা পুলিশের এক আধিকারিক জানান। তিনি বলেন কলকাতা পুলিশের সাইবার সেলের সহায়তায় এই অনুষ্ঠানটি হচ্ছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!