- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ২৬, ২০২৩
ডায়মন্ডহারবারকে হারিয়ে লিগ জয়ের পথে আরও এগিয়ে গেল মহমেডান

গ্রুপ লিগে কিবু ভিকুনার ডায়মন্ডহারবার এফসি–র কাছে হারতে হয়েছিল মহমেডানকে। সুপার সিক্সে মধুর প্রতিশোধ। ডায়মন্ডহারবার এফসি–কে হারিয়ে কলকাতা লিগ জয়ের দিকে আরও একধাপ এগিয়ে গেল সাদাকালো ব্রিগেড। মঙ্গলবার কিশোরভারতী স্টেডিয়ামে ২–০ ব্যবধানে জিতল মহমেডান। মহমেডানের হয়ে গোল দুটি করেন আঙ্গুসানা ও ডেভিড।
মহমেডানের সঙ্গে লিগ জয়ের দৌড়ে রয়েছে ডায়মন্ডহারবার এফসি ও ইস্টবেঙ্গল। এই দুই দলের থেকে খেতাবি লড়াইয়ে কিছুটা এগিয়ে মহমেডান। সাদাকালো ব্রিগেড জানত, এই ম্যাচ জিতলেই চ্যাম্পিয়নশিপের দিকে অনেকটাই এগিয়ে যাবে। সেকথা মাথায় রেখে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে মহমেডান ফুটবলাররা। ডায়মন্ডহারবার এফসিও পিছিয়ে ছিল না। প্রথমার্ধে দুই দলই বেশ কয়েকটা সুযোগ তৈরি করেছিল। কিন্তু কোনও দলই গোল করতে পারেনি।
দ্বিতীয়ার্ধেও আক্রমণ প্রতিআক্রমণে ম্যাচ জমে ওঠে। ম্যাচের ৬০ মিনিটে অঙ্গুসানা গোল করে এগিয়ে দেন মহমেডানকে। পিছিয়ে পড়ে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে ডায়মন্ডহারবার এফসি। সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি। শেষদিকে অল আউট আক্রমণে উঠে আসে। ম্যাচের ইনজুরি সময়ে পেনাল্টি থেকে মহমেডানের হয়ে দ্বিতীয় গোল করেন ডেভিড। গ্রুপ পর্ব ও সুপার সিক্স মিলিয়ে মহমেডানের পয়েন্ট ৪১। সপরা সিক্সের শেষ ম্যাচে মোহনবাগানকে হারালেই লিগ জিতবে মহমেডান। তবে মোহনবাগান যদি মহামেডানকে হারায় আর ইস্টবেঙ্গল যদি বাকি দুটো ম্যাচ জেতে, সেক্ষেত্রে চ্যাম্পিয়ন হবে লালহলুদ।
❤ Support Us