- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ২৯, ২০২৩
মোহনবাগানকে হারিয়ে প্রায় ৯ দশক পর লিগ জয়ের হ্যাটট্রিক মহমেডানের

সুপার সিক্সের শেষ ম্যাচে মোহনবাগানকে হারালেই লিগ জয় নিশ্চিত। শেষ ম্যাচে ইস্টবেঙ্গল জিতলেও ধরতে পারবে না। এই রকম পরিস্থিতিতে মোহনবাগানকে ২–০ ব্যবধানে হারিয়ে কলকাতা লিগ ঘরে তুলল মহমেডান। মহমেডানের হয়ে গোল দুটি করেন লালরেমসাঙ্গা ও ডেভিড। কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিক করল সাদাকালো ব্রিগেড। ১৯৩৪ থেকে ১৯৩৮ পর্যন্ত টানা ৫ বার লিগ জিতেছিল মহমেডান। প্রায় ৯ দশক পর আবার লিগ জয়ের হ্যাটট্রিক সাদাকালো ব্রিগেডের।
লিগ চ্যাম্পিয়ন হতে গেলে ২ পয়েন্ট দরকার ছিল মহমেডানের। ড্র করলে কিংবা হারলে ইস্টবেঙ্গলের সামনে লিগ জয়ের সুযোগ এসে যেত। সেকথা মাথায় রেখে এদিন ম্যাচের শুরু থেকেই জয়ের জন্য ঝাঁপিয়ে পড়ে মহমেডান। ৬ মিনটেই গোলের সুযোগ তৈরি হয়। লিগের সর্বোচ্চ গোলদাতা ডেভিড কাজে লাগাতে পারেননি। ১২ মিনিটে একজনকে কাটিয়ে গোলে বল ঠেলেছিলেন ডেভিড। গোল লাইন থেকে বাঁচান মোহনবাগানের রাজ বাসফোর। ১৩ মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে হেডে গোল করে মহমেডানকে এগিয়ে দেন লালরেমসাঙ্গা। তাঁর হেড পোস্টে লেগে জালে জড়িয়ে যায়।
২১ মিনিটে আবার গোলের সুযোগ এসেছিল মহমেডানের সামনে। তন্ময় ঘোষের কাছ থেকে বল পেয়ে গোল লক্ষ্য করে জোরালো শট নেন বিকাশ। তাঁর শট পোস্টে লেগে ফিরে আসে। ৩৮ মিনিটে ব্যবধান বাড়ান ডেভিড। মাঝমাঠ থেকে থ্রু বাড়িয়েছিলেন স্যামুয়েল। সেই বল ধরে রাজ বাসফোরকে ডজ করে জালে পাঠান ডেভিড। কলকাতা লিগে ২১টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হলেন মিজোরামের এই ফুটবলার। ৪১ মিনিটে আবার ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল ডেভিডের সামনে। তাঁর প্রয়াস রুখে দেন মোহনবাগান গোলকিপার।
দ্বিতীয়ার্ধেও মহমেডানের দাপট অব্যাহত ছিল। একতরফা আক্রমণ তুলে নিয়ে আসছিল মোহনবাগান রক্ষণে। ডেভিড, বিকাশদের আক্রমণে দিশেহারা লাগছিল মোহনবাগানকে। ম্যাচের একেবারে অন্তিম লগ্নে ব্যবধান কমানোর সু্যোগ এসেছিল মোহনবাগানের সামনে। সুহেল ভাট সহজ সুযোগ নষ্ট করেন। সুপার সিক্সে টানা ৫ ম্যাচ জিতে ৪৪ পয়েন্টে লিগ শেষ করল মহমেডান।
❤ Support Us