Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ২০, ২০২৩

মিনি ডার্বিতে ইস্টবেঙ্গল বধ মহমেডানের, জোড়া গোল করে নায়ক ডেভিড

আরম্ভ ওয়েব ডেস্ক
মিনি ডার্বিতে ইস্টবেঙ্গল বধ মহমেডানের, জোড়া গোল করে নায়ক ডেভিড

গ্রুপ পর্বে অপরাজিত থেকে সুপার সিক্সে উঠে এসেছিল ইস্টবেঙ্গল। অবশেষে কলকাতা প্রিমিয়ার লিগে অপরাজিত থাকার তকমা ঘুঁচে গেল লালহলুদ ব্রিগেডের। সুপার সিক্সের প্রথম ম্যাচেই হার। তীব্র উত্তেজনাপূর্ণ কলকাতার মিনি ডার্বিতে দুর্দান্ত জয় তুলে নিল মহমেডান স্পোর্টিং। ২–১ ব্যবধানে জিতল সাদাকালো ব্রিগেড। জোড়া গোল করে মহমেডানকে দারুণ জয় এনে দিলেন ডেভিড লাললানসাঙ্গা।
বু্ধবার কিশোর ভারতী স্টেডিয়ামে কলকাতা প্রিমিয়ার লিগের সুপার সিক্সের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও মহমেডান। মিনি ডার্বি নিয়ে দুই দলের সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে। অভিজ্ঞ ফুটবলারদের প্রথম একাদশে না রেখে তরুণ ফুটবলারদের নিয়েই দল সাজিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ। দলকে নির্ভরতা দিতে পারেননি তরুণ ফুটবলাররা। রক্ষণের ভুলেই ম্যাচে ৫ মিনিটে এগিয়ে যায় মহমেডান। লিগের সেরা আবিস্কার ডেভিড গোল করে দলকে এগিয়ে দেন। ম্যাচের ২১ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল ডেভিডের সামনে। শেষ মুহূর্তে এগিয়ে এসে দলকে বাঁচান লালহলুদ গোলকিপার কমলজিৎ সিং।
চলতি মরশুমের শুরু থেকেই ধারাবাহিকভাবে ভাল খেলছেন ডেভিড। ডুরান্ডে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। লিগে এখনও পর্যন্ত সেরা স্ট্রাইকার। এদিন ২টি গোল নিয়ে মোট ১৭ গোল করেছেন। তা সত্ত্বেও তাঁকে কেন নজরে রাখলেন না লালহলুদ ডিফেন্ডাররা, সেটাই বড় প্রশ্ন। ইস্টবেঙ্গল ডিফেন্ডারদের ভুলের সুযোগ নিয়ে ৩৮ মিনিটে ব্যবধান বাড়ান। দুই ডিফেন্ডারের মাঝখান থেকে দুর্দান্ত গোল করেন। প্রথমার্ধে খেলার পল ছিল ২–০।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকে তিনটি পরিবর্তন করেন লালহলুদ কোচ বিনো জর্জ। মাঝমাঠে শৌভিক চক্রবর্তী আসায় আক্রমণে ধার বাড়ে। ৫৮ মিনিটে শৌভিকের শট মহমেডান ডিফেন্ডার ইর্শাদের হাতে লাগলে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। পেনাল্টি থেকে ব্যবধান কমান নন্দকুমার। শেষদিকে আর গোল করার মতো তেমন সুযোগ তৈরি করতে পারেনি ইস্টবেঙ্গল। মহমেডান ফুটবলাররা সময় নষ্টের খেলায় মেতে ওঠেন। রেফারি ৯ মিনিট ইনজুরি সময় দেন। তাতেও সমতা ফেরাতে পারেনি ইস্টবেঙ্গল। এই নিয়ে সুপার সিক্সে দুটি জয় তুলে নিল মহমেডান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!