Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জুলাই ১৩, ২০২৪

কলকাতা লিগে মেহান-ইস্ট ম্যাচের শতবর্ষ। শনিবারের ডার্বি ঘিরে তবু কেন উত্তেজনা কম শহরে ?

আরম্ভ ওয়েব ডেস্ক
কলকাতা লিগে মেহান-ইস্ট ম্যাচের শতবর্ষ। শনিবারের ডার্বি ঘিরে তবু কেন উত্তেজনা কম শহরে ?

শনিবার কলকাতা প্রিমিয়ার লিগে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টস । মরশুমের প্রথম ডার্বি হলেও দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা কম । আসলে দুই প্রধানই কলকাতা লিগে দ্বিতীয় সারির দল খেলানোয় আগ্রহ অনেকটাই কম । তার মাঝেই শনিবার ডার্বির উত্তেজনা বাড়াতে শক্তি বাড়িয়ে মাঠে নামছে দুই দল।

১৯২৫ সালের ২৮ মে কলকাতা ফুটবল লিগে প্রথম ডার্বি অনুষ্ঠিত হয়েছিল । কলকাতা লিগের ডার্বি এবার শতবর্ষে পা দিয়েছে । লিগের প্রথম ডার্বিতে বাজিমাত করেছিল ইস্টবেঙ্গল । শতবর্ষের প্রথম ডার্বিতেও কি দাপট দেখাতে পারবে লালহলুদ?‌ ইস্টবেঙ্গল যে শনিবার এগিয়ে থেকে মাঠে নামবে, সেকথা নিশ্চিতভাবে বলা যায় । কারণ লিগের প্রথম দুটি ম্যাচ জিতে আত্মবিশ্বাস দারুণ জায়গায় লালহলুদ ব্রিগেডের । অন্যদিকে, প্রথম দুটি ম্যাচেই ড্র করেছে মোহনবাগান সুপার জায়ান্টস । মোহনবাগানের তুলনায় ইস্টবেঙ্গল অনেক বেশি ভারসাম্যপূর্ণ ও গোছানো ।

শনিবারের ডার্বিতে অবশ্য দুই দলই শক্তি বাড়িয়ে মাঠে নামছে । এমনিতেই জেসিন টিকে, সায়ন ব্যানার্জি, নাসিব রহমানরা লিগের দুটো ম্যাচেই নজর কেড়েছেন । আগের ম্যাচে রক্ষণে সার্থক গোলুইকে নামিয়েছিলেন কোচ বিনো জর্জ । শনিবারের ম্যাচের জন্য দেবজিৎ মজুমদার, ডেভিড, বিষ্ণু, সুহেরদের রেজিস্ট্রেশন করানো হয়েছে । শুক্রবার দলের সঙ্গে প্র‌্যাকটিসও করেছেন । ডার্বিতে গোলে দেবজিৎ মজুমদার খেলবেন । আক্রমণে শুরু থেকেই ডেভিড ও বিষ্ণুকে খেলাতে পারেন লালহলুদ কোচ বিনো জর্জ ।

মানসিকভাবে পিছিয়ে থাকলেও মোহনবাগানও কিন্তু শক্তি বাড়িয়ে ডার্বিতে নামছে । আইএসএল খেলা সুহেল ভাট, অভিষেক সূর্যবংশী, রাজ বাসফোররা তো রয়েছেনই, ডার্বিতে যুক্ত হচ্ছেন গোলকিপার আরশ ও গ্লেন মার্টিন্স । ডার্বির আগে শুক্রবার দলের সঙ্গে এই দুই ফুটবলার অনুশীলন করেছেন । ইস্টবেঙ্গলের শক্তিশালী আক্রমণভাগের কথা ভেবে রক্ষণের ওপর বেশি জোর দিচ্ছেন মোহনবাগান কোচ কার্ডোজো । ২০১৯ সালে কলকাতা লিগে শেষবার মুখোমুখি হয়েছিল দুই দল । ম্যাচ ড্র হয়েছিল । এবার কিন্তু ইস্টবেঙ্গলের পাল্লা ভারি । কারণ বিনো জর্জ দুটো ম্যাচে দলটাকে দারুণ গুছিয়ে নিয়েছেন ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!