Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • ডিসেম্বর ৭, ২০২৩

সকাল থকেই শহর জুড়ে আকাল বৃষ্টি, নামল তাপমাত্রা । বৃহস্পতিতে চলবে দুর্যোগ, জানাল হাওয়া অফিস

আরম্ভ ওয়েব ডেস্ক
সকাল থকেই শহর জুড়ে আকাল বৃষ্টি, নামল তাপমাত্রা । বৃহস্পতিতে চলবে দুর্যোগ, জানাল হাওয়া অফিস

বৃহস্পতিবার কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। বুধবার বিকেল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। বুধবার সন্ধ্যার পর বেড়েছে বৃষ্টির পরিমাণ। সঙ্গে পাল্লা দিয়ে চলেছে দমকা হাওয়া। রাতভর বৃষ্টির পর বৃহস্পতিবার সকালেও আকাশ মেঘে ঢেকে রয়েছে। দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিও হচ্ছে সকাল থেকেই। সপ্তাহের কাজের দিনে এই অকাল বৃষ্টিতে নাজেহাল অফিস,স্কুল-কলেজ যাত্রীরা।

এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে এখনই দুর্যোগ কাটছে না।

আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। অকাল বৃষ্টির ফলে কলকাতার তাপমাত্রা ঝপ করে তিন ডিগ্রি তাপমাত্রা হ্রাস পেয়েছে। তবে এখনও এই সময়ে যে তাপমাত্রা স্বাভাবিকভাবে থাকার কথা তার থেকে তিন ডিগ্রি বেশিই তাপমাত্রা রয়েছে। মনে করা হচ্ছে শক্তি হারালেও এখনও নিম্নচাপ হিসাবে মধ্য ভারতে অবস্থান করছে মিচাং। মূলত তার জেরেই এই দুর্যোগ বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া দফতরের তরফে বৃহস্পতিবার সকালে জানানা হয়েছে, টানা বৃষ্টি না  হলেও, শুক্রবার পর্যন্ত রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলির কোনও কোনও অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। বৃহস্পতিবার কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বৃহস্পতিবার কলকাতার তামপাত্রা ২০ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলেই আলিপুর আবহাওয়া দফতর থেকে জানান হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!