Advertisement
  • দে । শ
  • নভেম্বর ২৩, ২০২৩

গ্রেফতারের এক দশক পর বিস্ফোরক কুণাল ঘোষ ! এক্স হ্যান্ডেলে কী লিখলেন তিনি ?

আরম্ভ ওয়েব ডেস্ক
গ্রেফতারের এক দশক পর বিস্ফোরক কুণাল ঘোষ ! এক্স হ্যান্ডেলে কী লিখলেন তিনি ?

নিজের এক্স হ্যান্ডেলে বিস্ফোরক কুণাল ঘোষ। তিনি তাঁর পোস্টে লিখেছেন, “অনেকে ভেবেছিলেন আমি শেষ হয়ে যাবো।” এই দিনেই ১০ বছর আগে তাঁকে বিনা দোষে গ্রেফতার করা হয়েছিল বলে কুণাল ঘোষ অভিযোগ করেছেন। কিন্তু তাঁর এই অভিযোগ যাদের দিকে সেই তৃণমূল সরকারের হয়েই এখন বিরোধীদের ছক্কা মেরে রোজ উড়িয়ে দিচ্ছেন কুণাল ঘোষ। অথচ কুণাল ঘোষকে সারদা কাণ্ডে গ্রেফতার করেছিল তৃণমূল সরকারের পুলিশ-এর বিধাননগর কমিশনারেট।

কুণাল ঘোষ তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ” আজ ২৩/১১/২০২৩। ঠিক দশ বছর আগে আজকের তারিখে বিনা দোষে চক্রান্তমূলকভাবে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। অনেকে ভেবেছিল আমি ধ্বংস হয়ে যাব। ঈশ্বরের আশীর্বাদে এখনো আছি। মিথ্যা সাক্ষী, মিথ্যা মামলায় জর্জরিত থেকেও আইনে লড়ছি। জীবনযুদ্ধে লড়ছি। সাংবাদিকতা, লেখালিখি, রাজনীতিতে আছি, লড়াই করছি। রাজ্য, কেন্দ্র দুই সরকারের এজেন্সির বিরুদ্ধেই লড়াই চলছে।
কঠিনতম দিনগুলিতে যে কয়েকজন পাশে ছিল, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমার এবং আমার ঘনিষ্ঠদের সেদিনের চোখের জল, আর্তনাদ বৃথা যাবে না। সময় তা প্রমাণ করবে। ঈশ্বরের বিচার থেকে ষড়যন্ত্রীরা বাদ যাবে না। আমি তৃণমূল কংগ্রেস করছি শুধু এটা প্রমাণ করতে যে মন থেকেই দলটা করে এসেছি, আমি একজন সৈনিক এবং কুণাল ঘোষ বেইমান নয়। আমি দলের এমপি, এম এল এ হব না। দলের তরফে জনপ্রতিনিধি হব না। যতদিন ইচ্ছে থাকবে সসম্মানে দলের সাংগঠনিক কাজ করব। তারপর জীবন যেভাবে বলবে, সেইভাবে চলব। গ্রেপ্তারের দিনগুলো এবং আমার ঘাড়ে কলঙ্ক চাপানোর পর্ব ভুলিনি, ভুলব না।”

কুণাল ঘোষের এই এক্স হান্ডেল পোস্ট যথেষ্ট বিস্ফোরক ও তাৎপর্যপূর্ণ। নিজের গ্রেফতারের ঘটনাকে “চক্রান্তমূলক” বলে ব্যাখ্যা করেছেন। পাশাপাশি তিনি বলেছেন, “রাজ্য ও কেন্দ্র দুই সরকারের এজেন্সির বিরুদ্ধেই লড়াই চলছে।” তিনি নিজেকে তৃণমূলের একনিষ্ঠ কর্মী বলে দাবি করে পোস্টে লিখেছেন, “আমি তৃণমূল কংগ্রেস করছি শুধু এটা প্রমাণ করতে যে মন থেকেই দলটা করে এসেছি, আমি একজন সৈনিক এবং কুণাল ঘোষ বেইমান নয়। আমি দলের এমপি, এম এল এ হব না। দলের তরফে জনপ্রতিনিধি হব না। যতদিন ইচ্ছে থাকবে সসম্মানে দলের সাংগঠনিক কাজ করব। তারপর জীবন যেভাবে বলবে, সেইভাবে চলব। গ্রেপ্তারের দিনগুলো এবং আমার ঘাড়ে কলঙ্ক চাপানোর পর্ব ভুলিনি, ভুলব না।” কুণাল ঘোষ তাঁর পোস্টে দাবি করেছেন, “মিথ্যা সাক্ষী, মিথ্যা মামলায় জর্জরিত থেকেও আইনে লড়ছি। জীবনযুদ্ধে লড়ছি।”
হঠাৎ কুণাল ঘোষের এই পোস্ট প্রকাশ্যে আসতে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিরোধীরা বলছেন, “কুণাল ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেফতার করেছিল। তাহলে কি কুনাল ঘোষের যাবতীয় অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে? তাহলে তিনি এখন তৃণমূলের মুখপাত্র হয়ে তৃণমূল সরকার, তৃণমূল দল, তৃণমূলের পুলিশ, এজেন্সির হয়ে বিরোধীদের সমালোচনা করছেন কেন? “


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!