Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ৪, ২০২৩

শুভেন্দুর পর এবার শিশিরের সম্পত্তি নিয়ে কুণালের প্রশ্ন, তিন বছরে ১০ লাখ থেকে ১০ কোটি টাকা হয় কি ভাবে, এটা কোন জাদু ?

আরম্ভ ওয়েব ডেস্ক
শুভেন্দুর পর এবার শিশিরের সম্পত্তি নিয়ে কুণালের প্রশ্ন, তিন বছরে ১০ লাখ থেকে ১০ কোটি টাকা হয় কি ভাবে, এটা কোন জাদু ?

তৃণমূল মুখপাত্র  কুণাল ঘোষ শুক্রবারই বলেছিলেন, ”অধিকারী পরিবারের সমস্ত আর্থিক বেনিয়ম ২৪ ঘণ্টায় সামনে আসবে।” সেই ঘোষণার পর ২৪ ঘণ্টা পার না হতেই  শনিবারই নিজের এক্স হ্যান্ডলে শিশির অধিকারীর সম্পত্তির তথ্য তুলে ধরে সেই বিতর্ক আরও উসকে দিলেন তৃণমূল মুখপাত্র। বর্ষীয়ান রাজনীতি শিশির অধিকারীর সম্পদের গরমিলের কথা জানিয়ে প্রশ্ন তুলে কুণাল বললেন, কোন জাদুবলে এটা সম্ভব হল?

কুনালের বক্তব্য, “২০০৯ সালে নির্বাচনী হলফনামায় শিশির অধিকারী জানিয়েছিলেন তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা। কিন্তু এরপই তিনি কেন্দ্রীয় মন্ত্রী হন। এর পরই ২০১২ সালে প্রধানমন্ত্রীর দপ্তরে ঘোষণা অনুযায়ী সেই সম্পদের পরিমাণই দাঁড়ায় ১০ কোটিরও বেশি। আবার ২০১৯ সালে শিশির অধিকারী জানিয়েছেন, তাঁর সম্পদের পরিমাণ ৩ কোটি। এই তথ্য তুলে ধরে তৃণমূল মুখপাত্রের প্রশ্ন, ‘তথ্য ঠিক না ভুল? ১০ লাখ তিন বছরে ১০ কোটি হল কী করে? ১০ কোটি কী করে কমে ৩ কোটি হল? কোন জাদু এটা ?”

প্রসঙ্গত , বুধবার শুভদু অধিকারীর নাম না করে অধিকারী পরিবারের সম্পত্তির নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন থেকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, “কেঁচো খুড়তে কেউটে বেরিয়ে আসবে।” মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির জবাবে কালক্ষেপ না করে  শুভেন্দু অধিকারী নিজের আয়কর রিটার্নের নথি সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। তা নিয়ে কটাক্ষ করেছিলেন কুণাল ঘোষ। এই প্রসঙ্গ উল্লেখ করে শুক্রবার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ  ২৪ ঘণ্টার মধ্যে অধিকারী পরিবারের সম্পত্তির বেনিয়ম ফাঁস করার হুঁশিয়ারিও দিয়ে বলেছিলেন, ”২৪ ঘণ্টার মধ্যে অধিকারী ব্রাদার্স, অধিকারী প্রাইভেট লিমিটেডের আর্থিক দুর্নীতি সামনে আসবে। সব কিছুর উত্তর দিতে হবে। এই ঘড়ি ধরে বলছি। এসবের উত্তরও দিতে হবে তাঁদের।” সেই হুঁশিয়ারির ২৪ ঘণ্টা পার না হতেই  শনিবার সোশাল মিডিয়ায় শিশির অধিকারীর সম্পত্তির গরমিলের অভিযোগ তুলে অধিকারী পরিবারকে দেগে দিলেন কুণাল ঘোষ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!