Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • নভেম্বর ১৫, ২০২৩

কুণাল ঘোষের উপন্যাস ‘পথ হারাবো বলেই’ এবার ওয়েব সিরিজে

আরম্ভ ওয়েব ডেস্ক
কুণাল ঘোষের  উপন্যাস ‘পথ হারাবো বলেই’ এবার ওয়েব সিরিজে

তৃণমূল মুখপাত্রের লেখা থ্রিলার-উপন্যাস অবলম্বনে তৈরি হতে চলেছে ওয়েব সিরিজ। বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে কুণালের “লহু” নামের ওই ওয়েব সিরিজ। কুণাল ঘোষের লেখা উপন্যাস অবলম্বনে তৈরি ওয়েব সিরিজে, এক অন্তঃসত্ত্বা মাওবাদী নেত্রীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সোহিনী সরকারকে। ওয়েব সিরিজে সোহিনীর বিপরীতে অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। নিজের এক্স হ্যান্ডলেও এই খবর শেয়ার করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।

এই ওয়েব সিরিজের কাহিনী সম্পর্কে কুণাল জানিয়েছেন, তাঁর জেল জীবনে মাওবাদী বন্দিদের জীবন এই কাহিনীতে তিনি লিপিবদ্ধ করেছেন।  কুণাল জানিয়েছেন, সিরিজের বিষয়বস্তু হচ্ছে বাম জমানার শেষ দিকে রাজ্যের জঙ্গলমহলে মাওবাদী সন্ত্রাস, একের পর এক খুন, অপহরণ – আতঙ্কের দিনের কথা লেখকের দৃষ্টিতে ধরা হবে। প্রাক্তন সাংসদ ও তৃণমূল নেতা কুণাল ঘোষও আগুন ঝরানো সেই সময়কে কাছ থেকে প্রত্যক্ষ করেছেন। আর সেই মাওবাদীর সূত্র ধরেই রহস্য কাহিনীর জাল বুনেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। কুণাল ঘোষের ‘পথ হারাবো বলেই’  উপন্যাস অবলম্বনে ওয়েব সিরিজ তৈরি করছেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়।

আগামী ১৮ নভেম্বর থেকে এই ওয়েব সিরিজের  শুটিং শুরু হওয়ার কথা। কলকাতা ছাড়াও শিলিংয়ের নানা জায়গায় চলবে শ্যুটিং। জঙ্গলের আস্তানা ছে়ড়ে নদিয়া জেলার একটি শহরে আশ্রয় নিয়েছে এক মাওবাদী নেত্রী। ছদ্ম পরিচয়ে থাকা সেই মাওবাদী নেত্রীকে ধরতে স্পেশাল ব্রাঞ্চের এক অফিসারকে কাজে লাগিয়েছে পুলিশ। শেষ পর্যন্ত কী হবে?  কুণাল ঘোষের লেখা উপন্যাস অবলম্বনে চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক  রাহুল মুখোপাধ্যায়। আর এভাবেই এপার বাংলার মাওবাদী কেন্দ্রিক গল্প তৈরি হতে চলেছে ওপার বাংলার ওটিটি প্ল্যাটফর্মে।

একটি নির্দিষ্ট সময়কালের প্রেক্ষাপটে তৈরি হবে এই গল্প। রহস্যে মোড়া এই সিরিজ দেখতে শুরু করলে শেষ না করে ওঠা মুশকিল হবে, এমন ধারণা কুণালের ঘনিষ্ট মহলের। সাংবাদিক ও রাজনৈতিক কুণালের লেখা উপন্যাস অবলম্বনে “লহু” দেখার জন্য এখন অধীর আগ্রহে দর্শকরা। কারণে তৃণমূলের বিরোধী শিবিরকে বাক্যবানে জব্দ করার অন্যতম মুখ্যপাত্র এবার ওটিটি সিরিজে কোন প্রতিবাদ তুলে ধরেন সেটাই দেখার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!