- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ২৩, ২০২৩
মামলা করে চাকরি প্রার্থীদের নিয়োগ আটকানো হচ্ছে, কুণাল মন্তব্যে পাল্টা তোপ বিরোধীদের
এসএলএসটি চাকরি প্রার্থীরা এবার কুণাল ঘোষের বাড়িতে পৌঁছে গেলেন। কুণাল ঘোষ চাকরি প্রার্থীদের পাশে বসিয়ে বিকাশ ভট্টাচার্যের নাম তুলে বিস্ফোরক অভিযোগ করে বললেন, চাকরি প্রার্থীদের নিয়ে রাজনীতি বন্ধ করুন। কিছু আইনজীবীর জন্যই এই চাকরি প্রার্থীদের হয়ে যাওয়া চাকরিগুলো আটকে আছে। তবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কুণাল ঘোষের এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন।
কুণাল ঘোষ এদিন বলেন, “আমি ওনাদের সমস্যার কথা মুখ্যমন্ত্রীকে জানাই। মুখ্যমন্ত্রী দিল্লিতে ছিলেন। তিনি রাতেই ফোন করে সব জেনে দুজন অফিসার পাঠান চাকরি প্রার্থীদের কাছে। তারপর শূন্যপদ সৃষ্টি হয়। ওনাদের এই হয়ে যাওয়া চাকরিটা যাঁরা আটকাচ্ছেন,তাঁরাই আবার এঁদের চাকরি হওয়ার জন্য মামলা করছেন। এদের মামলাটাকে আর টাকা ও রাজনীতির জন্য আটকাবেন না বিকাশবাবু। আপনারা গরিবের রাজনীতি করেন? এদের নিয়োগে কোনও অস্বচ্ছতা নেই। মামলা করে এদের চাকরি আটকে রেখেছেন। যাঁরা দরদ দেখিয়ে মামলা করছেন তাঁরা কি ভাবে শারীরশিক্ষার চাকরি প্রার্থীদের কাছ থেকে ১ লক্ষ ১০ যাহার টাকা করে নিচ্ছেন? ২৭ লক্ষ টাকা এই আইনজীবীরা নিয়েছেন চাকরি পাইয়ে দেওয়ার মামলার জন্য। মুখ্যমন্ত্রী ওদের কথায় সারা দিয়েছেন। শূন্যপদ তৈরি হয়েছে। কিছু আইনজীবী মামলা করে এদের হয়ে যাওয়া চাকরি আটকে দিচ্ছেন। আইনি জট না খোলা পর্যন্ত এদের চাকরি হবে কি করে?”
এদিকে কুণাল ঘোষের এই অভিযোগের উত্তরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, “কোনও মামলায় কারও চাকরি আটকে নেই। রাজ্য সরকার নিজেই মামলা করেছে। যাদের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠছে সেই নিয়োগ বাতিল করে দিক না সরকার, তাহলেই তো সমস্যা সমাধান হয়ে যায়। আসলে এই ছেলেমেয়েদের বিভ্রান্ত করার জন্য কুণাল ঘোষ এসব কথা বলছেন।”
বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, “কুণাল ঘোষের এই বক্তব্য আসলে বিচারপতিদের মামলা গ্রহণের সিদ্ধান্তকে বিরোধিতা করা। একটি মামলা বিচারপতি তখনই আদালতে গ্রহণ করেন যখন সেই মামলা গ্রহণের উপযুক্ত উপাদান থাকে। আসলে কুণাল ঘোষ চাকরি প্রার্থীদের বিভ্রান্ত করছেন।”
চাকরি প্রার্থীর কুণাল ঘোষের বাড়িতে আসার কারণ উল্লেখ করে বলেন, “আমরা স্যারের বাড়িতে এসেছি কারণ, তাঁর কথায় মুখ্যমন্ত্রী আমাদের জন্য শূন্যপদ সৃষ্টি করেছেন। আমাদের কাছে চাকরির রেকোমেন্ডেশন এসেছে। তাই সবার কাছে অনুরোধ, রাজনীতি করে আর আমাদের চাকরিটা আটকে রাখবেন না।”
❤ Support Us