Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ২১, ২০২৪

গুজরাট টাইটান্সে সামির পরিবর্তে সন্দীপ, মুম্বই ইন্ডিয়ান্সে দিলশানের জায়গায় কোয়েনা

আরম্ভ ওয়েব ডেস্ক
গুজরাট টাইটান্সে সামির পরিবর্তে সন্দীপ, মুম্বই ইন্ডিয়ান্সে দিলশানের জায়গায় কোয়েনা

পায়ে অস্ত্রোপচারের জন্য এবছর আইপিএলে খেলতে পারবেন না মহম্মদ সামি। দেশের অন্যতম সেরা জোরে বোলারের ছিটকে যাওয়াটা গুজরাট টাইটান্সের কাছে বড় ধাক্কা। কিছুদিন ধরেই মহম্মদ সামির পরিবর্ত নিয়ে জল্পনা চলছিল। শোনা যাচ্ছিল মহম্মদ সামির ভাই মহম্মদ কাইফের কথা। যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে সামির পরিবর্ত হিসেবে সন্দীপ ওয়ারিয়রকে বেছে নিয়েছে গুজরাট টাইটান্স। বেস প্রাইস ৫০ লক্ষ টাকায় তাঁকে নেওয়া হয়েছে।

কেরলের হয়ে ক্রিকেটজীবন শুরু করেছিলেন সন্দীপ ওয়ারিয়র। বর্তমানে তিনি তামিলনাডুর হয়ে খেলছেন। এবছর রনজিতে যথেষ্ট ভাল বোলিং করেছিলেন। তামিলনাড়ুর হয়ে ৯ ম্যাচে ২৪ উইকেট তুলে নেন। দেশের হয়ে একটা মাত্র টি২০ খেলার সুযোগ পেয়েছিলেন। ২০২১ সালে খেলা সেই ম্যাচে ব্যাট হাতে ২৩ রান করেছিলেন। যদিও বোলিং করার সুযোগ পাননি।

২০১৯ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলেছিলেন সন্দীপ ওয়ারিয়র। সেই বছর মাত্র ৩টি ম্যাচ খেলার সুযোগ পান। ৩ ম্যাচে ২টি উইকেট তুলে নেন। নাইট রাইডার্স ছাড়াও মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর দলে ছিলেন। তবে তেমন খেলার সুযোগ পাননি। ২০২০ ও ২০২১ সালে ১টি করে ম্যাচ খেলার সুযোগ পান।

গুজরাট টাইটান্সের মতো ধাক্কা খেয়েছে মুম্বই ইন্ডিয়ান্সও। চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার জোরে বোলার দিলশান মাদুশঙ্কা। তাঁর পরিবর্তে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সেরা ক্রিকেটারের পুরস্কার পাওয়া দক্ষিণ আফ্রিকার বাঁহাতি জোরে বোলার কোয়েনা মাফাকাকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। বেস প্রাইস ৫০ লক্ষ টাকাতে তাঁকে নেওয়া হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!