Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ১৮, ২০২৪

হ্যাটট্রিক করে উপেক্ষার জবাব এমবাপের, লিগ জয়ের পথে পিএসজি

আরম্ভ ওয়েব ডেস্ক
হ্যাটট্রিক করে উপেক্ষার জবাব এমবাপের, লিগ জয়ের পথে পিএসজি

লিওনেল মেসি, নেইমার জুনিয়ররা দল ছেড়েছেন। পিএসজি–কে একার কাঁধেই এগিয়ে নিয়ে চলেছেন কিলিয়ান এমবাপে। তিনি লিগ ওয়ান জয়ের স্বপ্ন দেখাচ্ছেন পিএসজি–কে। এমবাপের দুরন্ত হ্যাটট্রিকের ওপর ভর করে লিগ ওয়ানে টানা ৩ ম্যাচ পর জয় পেল পিএসজি। ৬–২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে মঁপোলিয়েরকে। লিগ ওয়ানে নিজের ২০০ তম ম্যাচে দুরন্ত হ্যাটট্রিক এমবাপের।
পিএসজি ছাড়ার কথা ঘোষণার পর এমবাপেকে লিগ ওয়ানে টানা তিন ম্যাচে প্রথম একাদশে রাখেননি কোচ লুই এনরিকে। রবিবার মঁপেলিয়েরের বিরুদ্ধে প্রথম একাদশে জায়গা পেয়েই জ্বলে উঠলেন। যেন উপেক্ষার জবাব দিলেন এই ফরাসি তারকা। ১৪ মিনিটে এমবাপের পাস থেকে গোল করে পিএসজি–কে এগিয়ে দেন ভিতিনহা। ২২ মিনিটে ২–০ করেন এমবাপে। ৮ মিনিট পর মঁপেলিয়েরের হয়ে ব্যবধান কমান নর্ডিন। বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান সাভানিয়ার।
বিরতির পর অন্য ছবি। পিএসজি–র দুরন্ত ফুটবলের সামনে রীতিমতো উড়ে যায় মঁপেলিয়ের। ৫০ মিনিটে এমবাপে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় করেন। ৫৩ মিনিটে ৪–২ করেন লি। ম্যাচের ৬৩ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপে। আর ৮৯ মিনিটে পিএসজি–র হয়ে ষষ্ঠ গোলটি করেন পর্তুগিজ ডিফেন্ডার নুনো মেন্ডিস। ২৬ ম্যাচে ৫৯ পয়েন্ট নিউয়ে লিগ ওয়ানে শীর্ষে পিএসজি। সমসংখ্যক ম্যাচে ৪৭ পয়েন্টে দ্বিতীয় স্থানে ব্রেস্ত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!